অক্টোবর ৩, ২০১৮
বিভিন্ন জেলার বইমেলার ক্যালেন্ডার প্রকাশ করবে রাজ্য সরকার

২০১৯ সালে রাজ্যের বিভিন্ন জেলায় অনুষ্ঠিত হতে চলা বইমেলার একটি বার্ষিক ক্যালেন্ডার প্রকাশ করবে গ্রন্থাগার দপ্তর। অক্টোবর মাসের মধ্যেই এর কাজ সম্পূর্ণ করা হবে বলে জানান দপ্তরের মন্ত্রী।
রাজ্যের বিভিন্ন জেলায় আগামী ২০১৯ সালে কত তারিখে কোথায় কোথায় বইমেলা অনুষ্ঠিত হবে সেই তথ্য এই ক্যালেন্ডারে থাকবে। মন্ত্রী বলেন, এই ক্যালেন্ডারের ফলে উপকৃত হবে প্রকাশক, পাঠক এবং গ্রন্থাগারগুলি।
এই ক্যালেন্ডার তৈরীর জন্য রাজ্যকে তিনটি ভাগে (পশ্চিম, উত্তর এবং মধ্যবঙ্গ) ভাগ করা হবে বলে জানান মন্ত্রী।