সাম্প্রতিক খবর

ডিসেম্বর ৫, ২০১৮

শবর এবং লোধাদের সুষম খাবার দেবে রাজ্য

শবর এবং লোধাদের সুষম খাবার দেবে রাজ্য

লোধা ও শবর উপজাতিদের জন্য রেশনের মাধ্যমে পুষ্টিযুক্ত খাবার বিতরণ করবে রাজ্য সরকার। দু’টাকার চাল ও গমের পাশাপাশি রেশনের দোকান থেকে তারা কম দামে ডাল, সোয়াবিনও কিনতে পারবেন। দু’টাকা কিলো চাল ও গমের গুণগত মান এবং পরিমাপ যাতে ঠিক থাকে, সে ব্যাপারেও সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে খাদ্য দপ্তর।

নবান্ন সূত্রে খবর, রাজ্যে লোধা ও শবরদের সঠিক সংখ্যা এবং স্বাস্থ্যের খোঁজ নিতে খুব শীঘ্রই সমীক্ষার কাজ শুরু হবে। তার ভিত্তিতে লোধা ও শবরদের জীবনের মানোন্নয়নে পদক্ষেপ করবে সরকার। লোধা ও শবর গ্রামগুলিতে স্বাস্থ্যশিবির করা হচ্ছে।

সৌজন্যেঃ এই সময়