ডিসেম্বর ১৯, ২০১৮
বস্ত্রশিল্প এক ছাতার তলায় আসুক, চান শিল্পমন্ত্রী

বস্ত্র উৎপাদনকারীদের কমন ফেসিলিটি সেন্টার গড়ে তোলার পরামর্শ দিলেন অর্থ, বাণিজ্য ও শিল্পমন্ত্রী অমিত মিত্র। পাশাপাশি রপ্তানিতেও আরও জোর দিতে বলেছেন তিনি। এ কাজে রাজ্য সবরকম সাহায্য করবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।
নিউটাউনের ইকো পার্কে ওয়েস্ট বেঙ্গল গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশন তিন দিনের পণ্য প্রদর্শনীর আয়োজন করে। এরই উদ্বোধনে মন্ত্রী বলেন, ‘বিভিন্ন শিল্প পার্ক, শিল্পতালুকে কমন ফেসিলিটি সেন্টার গড়ে তোলা হচ্ছে। আপনারা বলুন শিশুদের জামাকাপড়ের জন্য কোথায় তা গড়া যায়। যেখানে এক ছাতার তলায় আধুনিক যন্ত্র, প্রশিক্ষণ, সফটওয়্যারের মাধ্যমে নকশা তৈরী, বিপণন, ব্র্যান্ডিংএর সব ব্যবস্থা থাকবে। কোথায় তা গড়ে তোলা যায়? আপনারাই বলুন। আপনাদের সবরকম সাহায্য করব। রাজ্য সরকারের প্রতিনিধিদের সঙ্গে এমাসেই বৈঠক করুন। ব্যবসায় আপনাদের নেতৃত্বে দিতে হবে। এখন আপনারা মধ্যপ্রাচ্যে শিশুদের জামাকাপড় রপ্তানি করেন। ইউরোপ, আমেরিকা, জাপানে নয় কেন? বড় কদম নিন।’
মন্ত্রী আরও বলেন, ‘শিশুদের জামাকাপড়ের প্রদর্শনী কোথায় হয়, তাঁর খোঁজ করুন। কোটি কোটি টাকার বাজার রয়েছে। বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনে অনেকে আসেন। আমাদের জানান। তা হলে আমরাও তাঁদের জানাতে পারি। বড়সড় ক্রেতার খোঁজ করুন। যারা একসঙ্গে কয়েক হাজার পণ্য কিনতে পারবেন। এমন একটা সংস্থা কলকাতায় আছে। আরও দুটি আসতে চলেছে।’
সৌজন্যেঃ আজকাল