সাম্প্রতিক খবর

ডিসেম্বর ১৯, ২০১৮

গঙ্গাসাগর মেলায় যাওয়ার সময় কমাতে মুড়িগঙ্গা নদীতে ড্রেজিং

গঙ্গাসাগর মেলায় যাওয়ার সময় কমাতে মুড়িগঙ্গা নদীতে ড্রেজিং

গঙ্গাসাগর মেলায় পুন্যার্থিরা যাতে সারাদিন ফেরির মাধ্যমে যেতে পারেন, সেজন্য রাজ্য সেচ দপ্তর অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে মুড়িগঙ্গা নদীতে ড্রেজিং করছে। এর ফলে যাতায়াতের সময়ও কমবে।

সেচমন্ত্রী বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সেচ দপ্তর বৈজ্ঞানিক পদ্ধতিতে এই ড্রেজিং শুরু করেছে। এর ফলে গঙ্গাসাগর পৌঁছতে অন্তত তিন ঘণ্টা কম সময় লাগবে এবং এই সমাধান হবে দীর্ঘস্থায়ী। আগে যেরম প্রতি বছর মেলার আগে নদীর ড্রেজিং হত, ঠিক তেমন নয়।

আগামী গঙ্গাসাগর মেলা অনুষ্ঠিত হবে সামনের বছর ১০ই ও ১১ই জানুয়ারি। এই মেলাকে কেন্দ্র করে সারা দেশের লক্ষ লক্ষ পুন্যার্থি এখানে প্রতিবছর আসেন। এই সাগর দীপে তাঁরা গঙ্গা ও বঙ্গোপসাগরের মোহনায় মকড় সংক্রান্তির দিন পুণ্য স্নান করেন। এবছর মেলায় আগতের সংখ্যা ছিল ২৫ লক্ষ।

গঙ্গাসাগর পর্যটন কেন্দ্র হিসেবেও জনপ্রিয়। তৃণমূল কংগ্রেস গত সাত বছরে এই দীপকে নতুন ভাবে সাজিয়ে তুলেছে।