সাম্প্রতিক খবর

ডিসেম্বর ২৭, ২০১৮

এবার নির্ঝঞ্ঝাটে বিয়ের রেজিস্ট্রেশন করা যাবে অনলাইনে

এবার নির্ঝঞ্ঝাটে বিয়ের রেজিস্ট্রেশন করা যাবে অনলাইনে

রাজ্য সরকারের সৌজন্যে বিয়ের রেজিস্ট্রেশন করার প্রক্রিয়া হয়ে গেল আরও নির্ঝঞ্ঝাট। দেশের দ্বিতীয় রাজ্য হিসেবে বাংলা এই প্রক্রিয়াটি অনলাইন করে দিল। শুধুমাত্র অন্তিম ধাপ – তিন সাক্ষীর উপস্থিতিতে স্বাক্ষর করা – করতে হবে রেজিস্ট্রেশন অফিসে গিয়ে।

অনলাইন মাধ্যমে প্রথম রেজিস্ট্রেশন হয় ডিসেম্বরের ৯ তারিখ। পুরনো পদ্ধতিতে রেজিস্ট্রেশন চলবে ২০১৯ সালের মে মাস পর্যন্ত। জুন মাস থেকে সমস্ত রেজিস্ট্রেশন অনলাইনেই হবে।

শ্রম দপ্তরের অধীনস্থ রেজিস্ট্রারদের ইতিমধ্যেই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রতি বছর হিন্দু ম্যারেজ অ্যাক্টের অধীনে আনুমানিক ১.৩ লক্ষ বিবাহ রেজিস্ট্রি হয় এই রাজ্যে।

অনলাইন বিয়ের রেজিস্ট্রেশন এর পদ্ধতিটি খুব সহজঃ

  • রেজিস্ট্রেশন এর ওয়েবসাইটে গিয়ে বিবাহ রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করতে হবে
  • ফর্ম ভর্তি করে যাবতীয় নথি আপলোড করতে হবে (পরিচয়পত্র, ঠিকানার প্রমাণ, বৃদ্ধাঙ্গুষ্ঠের ছাপ ও স্বাক্ষর)
  • সাইট থেকে রেজিস্ট্রার বাছাই করতে হবে
  • সমস্ত নথি পরীক্ষার পর এসএমএস এবং ইমেল আসবে আপনার কাছে
  • অনলাইনে ফি প্রদান করতে হবে
  • রেজিস্ট্রারের কাছে যাওয়ার তারিখ আপনাকে জানানো হবে
  • রেজিস্ট্রারের সঙ্গে যোগাযোগ করে হয় নিজের বাড়িতে তাঁকে ডেকে বা তাঁর অফিসে গিয়ে তিন জন সাক্ষীর উপস্থিতিতে রেজিস্ট্রি সম্পন্ন করতে হবে।
  • বিবাহ রেজিস্ট্রির ২টি শংসাপত্র ওইখানেই পাওয়া যাবে।