ডিসেম্বর ১২, ২০১৮
ছবি সংরক্ষণের উদ্যোগ রাজ্যে

বাংলার সিনেম্যাটিক হেরিটেজ ধরে রাখতে বেশ কয়েকটি পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের। তার মধ্যে একটি হল ফিল্ম সংরক্ষণ ল্যাবরেটরি, দ্বিতীয়টি আন্তর্জাতিক মানের ফিল্ম সেন্টার। কলকাতায় ফিল্ম সংরক্ষণের আন্তর্জাতিক কর্মশালার সূচনায় এ কথা জানান তথ্য ও সংস্কৃতি দপ্তরের রাষ্ট্রমন্ত্রী।
বাংলা সিনেমার একশো বছরে ইতিমধ্যেই একশোটি ছবি সংরক্ষণের জন্য তালিকাভুক্ত করা হয়েছে। পরিচালক গৌতম ঘোষ জানান, ‘দেশের সবক’টি ফিল্ম ল্যাব আজ বন্ধ হয়ে গিয়েছে। তাই অতীতের গৌরব ধরে রাখতে পরিকাঠামো দরকার। এর জন্য এই ধরনের কর্মশালা প্রয়োজন।’
আন্তর্জাতিক ফিল্ম সংগঠন ফিয়াফ-এর শীর্ষকর্তা ডেভিড ওয়ালচ-এর বক্তব্য, ভারতের মতো গরম দেশে নেগেটিভ নষ্ট হয় দ্রুত। তবে সমস্যা সমাধানে তাঁরা সহযোগিতা করবেন।