ডিসেম্বর ১২, ২০১৮
হিমঘরে আলু ৩১ ডিসেম্বর পর্যন্ত

হিমঘরগুলিতে রাখা যাবতীয় আলু ৩১ ডিসেম্বরের মধ্যে বের করার নির্দেশ দিল রাজ্য সরকার।
কৃষি বিপণন দপ্তর সূত্রে খবর, বিভিন্ন হিমঘরে এখনও প্রায় ১৪ লাখ মেট্রিক টন আলু জমা রয়েছে। রাজ্যে চলতি মরসুমে আলুর উৎপাদন হয়েছে প্রায় ৯৫ লাখ মেট্রিক টন। রাজ্যের চাহিদা প্রায় ৬০ লাখ মেট্রিক টন। এই উদ্বৃত্ত আলু অন্যান্য রাজ্যে পাঠানোর কথা।
সাধারণ ভাবে ৩০ নভেম্বর পর্যন্ত উদ্বৃত্ত আলু হিমঘরে রাখার দিন আগে থেকেই ধার্য হয়েছিল। কিন্তু এখনও পর্যন্ত ভাল পরিমাণ আলু হিমঘরে থাকায় সেই সময়সীমা ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়ে দিল সরকার। এক্ষেত্রে ১৫ ডিসেম্বর পর্যন্ত আলু রাখার জন্য কৃষক বা ব্যবসায়ীদের অতিরিক্ত কোনও ভাড়া দিতে হবে না। কিন্তু পনেরো ডিসেম্বরের পর থেকে কুইন্টাল প্রতি অতিরিক্ত ১২ টাকা ভাড়া দিতে হবে।
সরকারি সূত্রে জানা গিয়েছে, আলুর ফাটকাবাজি বন্ধ করার দিকে লক্ষ্য রেখেও সরকার এই পদক্ষেপ নিয়েছে।