সাম্প্রতিক খবর

ডিসেম্বর ২৩, ২০১৮

ছয় লক্ষ যুবকে স্বনির্ভর করতে উদ্যোগ রাজ্য সরকারের

ছয় লক্ষ যুবকে স্বনির্ভর করতে উদ্যোগ রাজ্য সরকারের

চলতি অর্থবর্ষের মধ্যেই ছয় লক্ষ যুবাকে দক্ষতা প্রশিক্ষণ দেওয়া হবে। সম্প্রতি কারিগরি শিক্ষা, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন মন্ত্রী এই কথা জানান। এই প্রশিক্ষণের মুল্য লক্ষ্য বেকার যুবক-যুবতীদের আর্থিকভাবে স্বনির্ভর করে তোলা।

ইতিমধ্যেই ২.৫ লক্ষ যুবাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। বাকিদের প্রশিক্ষণ ২০১৯ সালের ৩১শে মার্চের মধ্যে সম্পন্ন করা হবে।

মন্ত্রী বলেন, প্রশিক্ষণের শেষে বিভিন্ন সরকারি প্রকল্পে কাজ পাওয়ার জন্য তাদের নাম নথিভুক্ত করতে পারবে। তাছাড়া, তারা নিজেরাও স্বনির্ভর ভাবে ব্যবসা শুরু করতে পারেন।

কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে রাজ্যের কর্মসংস্থান তৈরীতে খুব গুরুত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারের ‘উৎকর্ষ বাংলা’ প্রকল্প ইতিমধ্যেই সাফল্য লাভ করেছে। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের বেকার যুবক যুবতীদের আর্থিকভাবে স্বনির্ভর করে তোলার লক্ষ্যে বৃত্তিমূলক প্রশিক্ষণ দেওয়া হয়।