ডিসেম্বর ১০, ২০১৮
তথ্য প্রযুক্তিতে এগিয়া বাংলাঃ অমিত মিত্র

তথ্যপ্রযুক্তিতে এগিয়ে চলেছে বাংলা। ই-ডিস্ট্রিক প্রোগ্রাম থেকে শুরু করে রাজ্য ট্রেজারি সহ সব ক্ষেত্রেই তথ্যপ্রযুক্তিতে এগিয়ে আছে এ রাজ্য। ১৭তম ইনফোকমের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন অর্থমন্ত্রী।
তিনি বলেন, ‘ই-ট্যাক্সেশন থেকে শুরু করে ইন্টিগ্রেটেড ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট ব্যবস্থা চালু করেছি। চালু করেছি ই-অফিসও। এর মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে তৎক্ষণাৎ ফাইল দেখে নিতে পারছি। কোন ফাইল কোথায়, কি অবস্থায় আছে সেটাও বুঝতে পারছি। ৫০টি দপ্তরের কাজ এখন এই মাধ্যমে হচ্ছে। ট্র্যাফিক ম্যানেজমেন্ট থেকে শুরু করে বার্থ সার্টিফিকেট প্রদান, জমির মিউটেশন হচ্ছে তথ্যপ্রযুক্তির মাধ্যমে।’
মন্ত্রী আরও বলেন, ‘কৃষকরা যাতে আবহাওয়া সহ মাটির গুণমান, জলস্তর ইত্যাদি বিষয়ের খবর দ্রুত পেতে পারেন, তার ব্যবস্থা করা হয়েছে।’
সৌজন্যেঃ আজকাল