অক্টোবর ২, ২০১৮
আজ মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়ের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী

আজ মহাত্মা গান্ধীর ১৫০তম জন্মদিবস। আজকের এই শুভদিনে মহাত্মা গান্ধীর নামাঙ্কিত একটি বিশ্ববিদ্যালয়ের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
স্বাধীনতার সময় মহাত্মা গান্ধী কলকাতার বেলেঘাটায় যে ভবনে থেকেছিলেন, সেই ভবনের সংস্কার করবে রাজ্য সরকার। সেই কাজেরও শুভ সূচনা আজ করবেন মুখ্যমন্ত্রী।
মহাত্মা গান্ধীর নামাঙ্কিত একটি বিশ্ববিদ্যালয়টি পূর্ব মেদিনীপুরে তৈরী হবে। বেশ কিছু আগেই একথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী স্বয়ং। আজ সেই বিশ্ববিদ্যালয়ের শিলান্যাস করবেন তিনি। এই বিশ্ববিদ্যালয় তৈরী হলে উপকৃত হবে ওই অঞ্চলের অসংখ্য ছাত্রছাত্রী।