সাম্প্রতিক খবর

ডিসেম্বর ২১, ২০১৮

আগাম জিএসটি ঘোষণা নিয়ে মোদীকে তোপ অমিত মিত্রের

আগাম জিএসটি ঘোষণা নিয়ে মোদীকে তোপ অমিত মিত্রের

পণ্যে করের হার কত হবে, তা ঠিক করার কথা জিএসটি পরিষদের। শনিবারই বৈঠকে বসছে জিএসটি পরিষদ। কিন্তু সেই বৈঠকের আগেই কর কমানোর কথা ঘোষণা করেন মোদী। যা নিয়েই বৃহস্পতিবার নবান্নে সুর চড়ালেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র।

জিএসটি পরিষদের বৈঠকের আগেই কর কমানোর কথা ঘোষণা করায় প্রধানমন্ত্রী ‘নিয়ম’ ভেঙেছেন বলে অভিযোগ করেছেন বাংলার অর্থমন্ত্রী। জিএসটি-র হার নির্ধারণ করার কথা একমাত্র জিএসটি পরিষদের। এই পরিষদে রয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী এবং বিভিন্ন রাজ্যের অর্থমন্ত্রীরা। কোনও পণ্যের কর কাঠামো কী হবে, তা পরিষদের বৈঠকে সর্বসম্মতিতেই সিদ্ধান্ত নেওয়া হয়। সেক্ষেত্রে বৈঠকের আগে কোনও আলোচনা না করেই মোদী যেভাবে একতরফা ভাবে পণ্যে জিএসটি কমানোর কথা ঘোষণা করেছেন তা রীতিবিরুদ্ধ বলে অভিযোগ করেছেন অমিত মিত্র।

এদিন অমিত মিত্র আরও বলেছেন, গত ৪ অগাস্ট পরিষদের বৈঠকে সব পণ্যের জিএসটি-র হার কমিয়ে ১৮ শতাংশ করার দাবি তোলা হয়েছিল। এ বিষয়ে অমিতের বক্তব্য, “খুব আশ্চর্যের, যে দাবি আমরা দীর্ঘদিন ধরে করে এসেছি, সেই দাবিটাই এখন তুলছেন প্রধানমন্ত্রী।”