সাম্প্রতিক খবর

ডিসেম্বর ৩১, ২০১৮

ফিরে দেখা ২০১৮ - বিশ্বের আঙিনায় প্রতিষ্ঠিত বাংলা

ফিরে দেখা ২০১৮ - বিশ্বের আঙিনায় প্রতিষ্ঠিত বাংলা

জানুয়ারি মাসে বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনে বিপুল সাড়া থেকে শুরু করে ডিসেম্বর মাসে দেশের সেরা মুখ্যমন্ত্রী হিসেবে স্কচ পুরস্কার – ২০১৮ সালে একাধিক পুরস্কার ও সম্মান আসে বাংলার ঝুলিতে।

আসুন দেখে নেওয়া যাক ২০১৮ সালের কিছু অবিস্মরণীয় মুহূর্ত:

জানুয়ারিঃ চতুর্থ বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন

২০১৮ সালের বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে প্রায় ২.২ লক্ষ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছে। প্রাপ্ত প্রস্তাবের উপর ভিত্তি করে সব মিলিয়ে প্রায় ২০ লক্ষ কর্মসংস্থান হবে। উৎপাদন, আইটি, সিমেন্ট, সেবা, পর্যটন, পরিকাঠামো, দক্ষতা উন্নয়ন, স্বাস্থ্য ও শিক্ষা ক্ষেত্রে কর্মসংস্থান হবে।

বিশদ জানতে ক্লিক করুন

ফেব্রুয়ারিঃ তিন বছরের কাজ ১ বছরে, বঙ্গ পঞ্চায়েতের কাজে মুগ্ধ বিশ্বব্যাঙ্ক

চলতি বছরেই বিশ্বব্যাঙ্কের থেকে রাজ্যের কয়েক হাজার গ্রাম পঞ্চায়েত এক থেকে দেড় কোটি টাকা করে আর্থিক অনুদান পেতে চলেছে৷ সেই টাকা উন্নয়নের কাজে লাগাতে পারবে পঞ্চায়েতগুলি৷ এর ফলে যে প্রকল্প ২০২২ সাল পর্যন্ত চলার কথা ছিল, তা অনেক আগেই শেষ হয়ে যাবে৷

বিশদ জানতে ক্লিক করুন

সবুজ সাথী, ই-আবগারি পেল জাতীয় ই-গভর্ন্যান্স পুরস্কার

অন্য সব রাজ্যের সঙ্গে প্রতিযোগিতায় রাজ্য সরকারের সবুজ সাথী প্রকল্প এবং ই-আবগারি প্রজেক্ট জাতীয় ই-গভর্ন্যান্স পুরস্কার ছিনিয়ে নিল। ২৮টি রাজ্য ও কেন্দ্রীয় সরকারের ৯৫০টি প্রকল্পের মধ্যে পশ্চিমবঙ্গের এই পুরস্কার প্রাপ্তির কথা চিঠি দিয়ে নবান্নকে জানিয়ে দিল কেন্দ্রীয় সরকারের ডিপার্টমেন্ট অব পার্সোনেল ট্রেনিং (ডিওপিটি)। এই পুরস্কারই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাফল্যের মুকুটে আরও একটি পালক, তা আর বলার অপেক্ষা রাখে না।

বিশদ জানতে ক্লিক করুন

মার্চঃ দার্জিলিঙের বাণিজ্য সম্মেলনে ২,০০০ কোটি টাকার লগ্নি প্রস্তাব

দার্জিলিঙের বাণিজ্য সম্মেলনে ২,০০০ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব এসেছে। খাদ্য প্রক্রিয়াকরণ, হোটেল, দুগ্ধজাত, অ্যাকোরিয়াম, অর্কিড, টি-পর্যটন, কৃষিজ ইন্ডাস্ট্রির ক্ষেত্রে এই লগ্নির প্রস্তাব আসে।

বিশদ জানতে ক্লিক করুন

এপ্রিলঃ পথ নিরাপত্তায় বড় সাফল্য

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ কর্মসূচীতে মিলল বিরাট সাফল্য। ২০১৮ সালের প্রথম ত্রৈমাসিকে ২০১৬ সালের প্রথম ত্রৈমাসিকের তুলনায় ২২ শতাংশ পথ দুর্ঘটনা কমেছে এ রাজ্যে।

বিশদ জানতে ক্লিক করুন

মেঃ একশো দিনের কাজে দেশের সেরা জেলারগুলির তালিকায় বাংলার ৬

একশো দিনের কাজে আবারও বাংলার জয়জয়কার। কেন্দ্রীয় সরকারের সমীক্ষা অনুযায়ী বাংলার কুচবিহার সহ ৬টি জেলা সেরার তালিকায় রয়েছে।

বিশদ জানতে ক্লিক করুন

জুনঃ ৩১টি ‘স্কচ অ্যাওয়ার্ড’ পেল বাংলা

২০১৮ সালে ইতিহাস গড়ল বাংলা। সরকারি পরিষেবা প্রদানে এই প্রথম সবচেয়ে বেশি সংখ্যক স্কচ পুরস্কার পেল রাজ্য সরকার। রাজ্য সরকারের কাজের এই স্বীকৃতি আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে সাধারণ মানুষের কল্যাণের স্বার্থে গত ৭ বছরে উন্নয়নের যে বৃহৎ কর্মযজ্ঞ রাজ্যে শুরু হয়েছে তা সারা দেশের কাছে এক নজির।

বিশদ জানতে ক্লিক করুন

জুলাইঃ অপচয় রুখতে বৈঠক মুখ্যমন্ত্রীর

নবান্নে খরচ কমানো সংক্রান্ত বৈঠক করেন মুখ্যমন্ত্রী।

বিশদ জানতে ক্লিক করুন

আগস্টঃ ক্ষুদ্র ও মাঝারি শিল্প সম্মেলন

ছোট ও মাঝারি শিল্প–সম্মেলনে মোট ১১৩ কোটি টাকার বিদেশি বরাত মিলেছে। রাজ্যের শিল্পীদের তৈরী ক্রিসমাস সজ্জা, বাঁকুড়ার টেরাকোটা, হাতে তৈরি কাপড়ের ব্যাগ, জুতো–সহ অন্যান্য হস্তশিল্পসামগ্রী যাবে ইউরোপের বিভিন্ন দেশে। দু’‌দিনের সম্মেলনে ৭০টি স্টলে ৯ হাজার শিল্পসামগ্রীর প্রদর্শনী করা হয়। যা বিশ্বের কাছে বাংলার হস্তশিল্প, তাঁতশিল্প ও সংস্কৃতিকে তুলে ধরেছে।

বিশদ জানতে ক্লিক করুন

সেপ্টেম্বরঃ শিল্প আনতে বিদেশ পাড়ি মুখ্যমন্ত্রীর

বিনিয়োগের লক্ষ্যে জার্মানি ও ইতালি গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফ্রাঙ্কফুর্ট ও মিলানে সফল শিল্প সম্মেলন থেকে শুরু করে ডুসেলডর্ফে শিল্পমন্ত্রীর বৈঠক – প্রত্যেকটি জায়গাতেই বিপুল সাড়া মিলেছে। আগামী বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে প্রতিনিধিদল পাঠানোর অঙ্গীকার দুই দেশেরই। এক কথায়, বিশ্বের দরবারে বিনিয়োগের গন্তব্য হিসেবে প্রতিষ্ঠিত বাংলা, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে।

বিশদ জানতে ক্লিক করুন

অক্টোবরঃ রেড রোডে দুর্গাপুজো বিসর্জনের বর্ণাঢ্য শোভাযাত্রা

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় কলকাতার রাজপথে শহরের সেরা পূজামণ্ডপগুলির বিসর্জন শোভাযাত্রা শুরু হয়েছিল ২০১৬ সাল থেকে। একই জায়গায় মানুষ যাতে সেরা প্রতিমা দেখার সুযোগ পান সেই কারণেই মুখ্যমন্ত্রী এই উদ্যোগ নেন।

এবার ছিল এই কার্নিভালের তৃতীয় বর্ষ। আলোর সাজে তুলে ধরা হয় রাজ্য সরকারের কন্যাশ্রী, সবুজ সাথী, শিশু সাথী, সেফ ড্রাইভ সেভ লাইফ, খাদ্যশ্রীর মতো জনকল্যাণমূলক প্রকল্পগুলিকে। এছাড়াও বিদেশি পর্যটকদের সামনে তুলে ধরা হয় বাংলার সংস্কৃতি ও শিল্প ভাবনাকে।

বিশদ জানতে ক্লিক করুন

নভেম্বরঃ চলচ্চিত্র উৎসবে বাংলা ছবির শতবর্ষ

চলচ্চিত্র উৎসব এবার ২৪ বছরে পদার্পণ করে। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এবারের অন্যতম আকর্ষণ ছিল— বাংলা সিনেমার ১০০ বছর। মুখ্যমন্ত্রীর উদ্যোগে চলচ্চিত্র উৎসবে শতবর্ষের বাংলা সিনেমার জন্য ছিল আলাদা প্যাভেলিয়ন। এবার থিম কান্ট্রি ছিল অস্ট্রেলিয়া।

বিশদ জানতে ক্লিক করুন

২০১১ সাল পর্যন্ত কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কুক্ষিগত ছিল কিছু মুষ্টিমেয় মানুষের জন্য। সাধারণ মানুষদের সেই অর্থে প্রবেশ অবাধ ছিল না। সাধারণের জন্য সিনেমাকে নন্দন ও রবীন্দ্র সদনের বাইরে যেতেও দেওয়া হত না। পুরো উৎসবে খুব কম সংখ্যক সিনেমা দেখানো হত। এই প্রথম আন্তর্জাতিক চলচ্চিত্র বিভাগে দুটি বাংলা সিনেমা মনোনীত হয়েছে।

বিশদ জানতে ক্লিক করুন

ডিসেম্বরঃ দেশের সেরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পেলেন ‘স্কচ অ্যাওয়ার্ড’

গ্রামোন্নয়ন, মাঝারি শিল্প-সহ একগুচ্ছ সরকারি পরিষেবায় অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতি ও উদ্ভাবনীর জন্যে আন্তর্জাতিক ‘স্কচ অ্যাওয়ার্ড’ পেলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগেও গোটা দেশের মধ্যে বিভিন্ন ধরনের জনসেবামূলক প্রকল্পের জন্য দেশের অন্যান্য রাজ্যকে টেক্কা দিয়ে বাংলার একাধিক সরকারি প্রকল্প এই সম্মানজনক আন্তর্জাতিক পুরষ্কার জিতে নিয়েছে।

বিশদ জানতে ক্লিক করুন