অক্টোবর ২৫, ২০১৮
ভিডিও কনফারেন্সের মাধ্যমে ক্ষুদ্র-মাঝারি শিল্পে জোর

ভিডিও কনফারেন্সের মাধ্যমে ক্ষুদ্র-মাঝারি শিল্পে জোর দিচ্ছে রাজ্য সরকার। ক্ষুদ্র ও কুটির শিল্প ও বস্ত্র দপ্তরের আধিকারিকরা বিভিন্ন জেলার ব্যাবসায়ীদের সঙ্গে নিয়মিত ভিডিও কনফারেন্স করার উদ্যোগ নিয়েছে। এই প্রচেষ্টার অঙ্গ হিসেবেই গত পয়লা অক্টোবর উত্তর ২৪ পরগনার ব্যাবসায়ীদের সঙ্গে এই ভিডিও কনফারেন্স করা হয়।
কোনও স্টার্টআপ বা ছোট উদ্যোগ শুরু করার জন্যে বিভিন্ন বিষয়ে নজর দিতে হয়। এবং এই ভিডিও কনফারেন্সের মাধ্যমে ব্যাবসায়ীরা যেসব সমস্যার সম্মুখীন হন, সেগুলির সমাধান পেতে পারেন।
এইরকম ভিডিও কনফারেন্স ইতিমধ্যেই অন্যান্য জেলার সঙ্গেও করা হয়েছে। নবান্ন থেকে এই ভিডিও কনফারেন্সে অংশ নিয়েছেন ক্ষুদ্র ও কুটির শিল্প ও বস্ত্র দপ্তরের আধিকারিকরা।
উত্তর ২৪ পরগনা জেলার ১৯টি সংস্থাকে ইতিমধ্যেই ওই জেলার চেম্বার অফ কমার্সে নথিভুক্ত করা হয়েছে। ওই চেম্বারের সদস্যরা এই ভিডিও কনফারেন্সের পর আনন্দ প্রকাশ করেছেন।