অক্টোবর ২৮, ২০১৮
পাহাড়ে অনুষ্ঠিত হল লোক উৎসব

তিনদিন ব্যাপী কালিম্পং দার্জিলিং লোক উৎসবের শেষ দিন আজ। এবছর দ্বিতীয় বর্ষে পড়েছে এই লোক উৎসব। কালিম্পঙের মেলা প্রাঙ্গণে আয়োজিত হয়েছে এই উৎসব। ১৬টি পাহাড়ি জনজাতির সংস্কৃতি সম্বন্ধে একটি ভিডিও তথ্যচিত্রও প্রকাশিত হয় এই উৎসবে।
রাজ্যের ক্ষুদ্র ও মাঝারি শিল্প দপ্তর ও ইউনেস্কো যৌথভাবে আয়োজন করে এই উৎসবের। বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরতে নিরলসভাবে কাজ করে চলেছে দপ্তর।
মাঙ্গর, ধিমাল, তামাং, লেপচা, রাই, খাস, ভুটিয়া, তিব্বতী, লিম্বু, সরকি, ভুজেল, নেওয়ার, গুরুং, কমি, দামাই, শেরপা ইত্যাদি জনজাতির বাস পাহাড়ে। এই উৎসবের মাধ্যমে তারা নিজেদের লোকশিল্পের ভাণ্ডার উজার করে দেন।
ডিভিডি আকারে প্রকাশিত হয়েছে একটি ভিডিও তথ্যচিত্র; দার্জিলিং ও কালিম্পঙের সংস্কৃতিকে তুলে ধরা হয়েছে এই তথ্যচিত্রে। এই অঞ্চলের জীবনধারা, খাদ্যাভাস, পোশাক, ভাষা ও অন্যান্য বিষয় তুলে ধরা হয়েছে তাতে।
যেহেতু পাহাড়ে শান্তি স্থাপিত হয়েছে এবং পর্যটকরা পুনরায় পাহাড়ে প্রচুর সংখ্যায় আসছেন, এই উৎসবেও দেখা যাচ্ছে চোখে পড়ার মত পর্যটকদের ভিড়।
উল্লেখ্য, ক্ষুদ্র ও মাঝারি শিল্প দপ্তর এবং ইউনেস্কোর উদ্যোগে ১০টি গ্রামীণ হস্তশিল্প হাব তৈরী হয়েছে, যার ফলে উপকৃত হয়েছেন ৩০০০ শিল্পী। ১৫টি জেলায় গ্রামীণ ও শিল্প ও সংস্কৃতি হাবও খোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে তৃণমূল স্তরের উদ্ভাবনী প্রতিভারা উপকৃত হবেন।
পাহাড়ের সাংস্কৃতিক হেরিটেজের দিক থেকে খাদি ও গ্রামোদ্যোগ পর্ষদ লোক কেন্দ্র তৈরীতে সাহায্য করছে। বিভিন্ন সম্প্রদায়ের সঙ্গে মৌ স্বাক্ষরিত হয়েছে এবং জমি চিহ্নিত করার কাজ চলছে।