সাম্প্রতিক খবর

অক্টোবর ৫, ২০১৮

বেঙ্গল সাফারি পার্কের দ্বিতীয় পর্যায়ের কাজের পরিকল্পনা রাজ্যের

বেঙ্গল সাফারি পার্কের দ্বিতীয় পর্যায়ের কাজের পরিকল্পনা রাজ্যের

বেঙ্গল সাফারি পার্ককে শিশুদের জন্য আরও আকর্ষণীয় করে তুলতে রাজ্য বন দপ্তর এই পার্কের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু করতে চলেছে। আগামী বছরের জানুয়ারি মাস থেকে এই কাজ শুরু হবে।

ভূগর্ভস্থ অ্যাকোয়ারিয়াম, টয় ট্রেন, ফুলের বাগান ও চিলড্রেন্স পার্ক তৈরী করা হবে এই পর্যায়ে। থাকবে ঘূর্ণি (মেরি গো রাউন্ড), ঢেঁকিকল (সি-স), দোলনা, স্লাইডস ইত্যাদি।

বনমন্ত্রী বলেন, ভূগর্ভস্থ অ্যাকোয়ারিয়ামে জলের তলা দিয়ে ভ্রমণ করতে মানুষ আনন্দ অনুভব করবেন, কাঁচের দেওয়ালের ওপারে দেখতে পাবেন বিভিন্ন প্রজাতির মাছ ও অন্যান্য প্রাণী।

চূড়ান্ত অনুমোদনের জন্য এই প্রকল্পের ডিপিআর মুখ্যমন্ত্রীর কাছে জমা পড়বে। এই পুরো প্রকল্পে খরচ হবে ১০০ কোটি টাকা।

২০১৬ সালের জানুয়ারি ২৯৭ একরের ওপর নির্মিত বেঙ্গল সাফারি পার্কের উদ্বোধন হয়। এই অল্প সময়েই খুবই জনপ্রিয় হয়েছে এই পার্ক। এখানে তিনটি পূর্ণবয়স্ক রয়্যাল বেঙ্গল টাইগার ও তিনটি শাবক, গণ্ডার, ভাল্লুক, ঘরিয়াল, ৪০০ টি হরিণ, দুটি হাতি এবং বিভিন্ন প্রজাতির পরিযায়ী পাখি আছে।

এই পার্কে অনেক সাফারি আছে – তৃণভোজী সাফারি, রয়্যাল বেঙ্গল টাইগার সাফারি, ভাল্লুক সাফারি ও চিতাবাঘ সাফারি।