অক্টোবর ৯, ২০১৮
পুজোয় রেশনে বিশেষ বরাদ্দ

পুজো উপলক্ষে রেশন গ্রাহকদের জন্য ভোজ্য তেল, ময়দা, চিনির বিশেষ বরাদ্দ করল খাদ্য দপ্তর। জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের (এনএফএসএ) আওতায় থাকা অন্ত্যোদয় ও স্পেশাল প্রায়োরিটি (এসপিপিএইচ) রেশন গ্রাহকরা অক্টোবর-নভেম্বর মাসে এগুলি পাবেন। এই ৬ কোটি ১ লক্ষ এনএফএসএ রেশন গ্রাহকের মধ্যে ওই দুই শ্রেণীর গ্রাহকের সংখ্যা প্রায় সওয়া তিন কোটি।
খাদ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, উৎসবের মরশুমে দুই দফায় পরিবার পিছু ৫০০ গ্রাম করে চিনি ও ময়দা বরাদ্দ করা হয়েছে। দাম পড়বে যথাক্রমে ৩০ ও ২৩ টাকা। দু’টি পণ্যের জন্য কিছুটা ভর্তুকি দেওয়া হচ্ছে। কাচ্চি ঘানি সরষের তেলের ৫০০ মিলিলিটার ও এক লিটারের প্যাকেট দেওয়া হবে যথাক্রমে ৫২ ও ১০১ টাকায়।
সমপরিমাণ পাম তেলের দাম ধার্য করা হয়েছে যথাক্রমে ৪৮ টাকা ৫০ পয়সা ও ৯৪ টাকা। দুই দফায় পরিবার পিছু এক লিটার করে তেল বরাদ্দ করা হয়েছে। সব পণ্যের জন্য কিছুটা ভর্তুকি দিচ্ছে সরকার।
প্রসঙ্গত, ঈদ উপলক্ষেও বিশেষ বরাদ্দ করেছিল খাদ্য দপ্তর।