অক্টোবর ১৩, ২০১৮
দুর্গা পুজোয় বিদেশী পর্যটকদের জন্য বিশেষ ব্যবস্থা

এবার দুর্গা পুজোয় বিদেশী পর্যটকদের জন্য বিশেষ ব্যবস্থা করবে রাজ্য সরকার। পর্যটন এবং তথ্য ও সংস্কৃতি দপ্তর একযোগে বিদেশী পর্যটকদের ঠাকুর দেখার ব্যবস্থা করবে।
শহরের বিভিন্ন নামী দুর্গা পুজো কমিটিগুলির সহযোগিতায় উদ্যোগে গ্রীন চ্যানেল তৈরী করার পরিকল্পনা রাজ্যের। এই গ্রীন চ্যানেলের মাধ্যমে বিদেশী পর্যটকরা ভিড়ে ঠাসা লাইনে না দাঁড়িয়েই প্যান্ডেল ও প্রতিমা দর্শন করতে পারবেন। এই প্রথম রাজ্য সরকার এইরকম উদ্যোগ নিয়েছে।
পাশাপাশি, বিদেশী পর্যটকদের কলকাতা ও শহরতলীর বিভিন্ন বিখ্যাত দুর্গা পুজোগুলি ঘুরিয়ে দেখানো হবে।
এই উদ্যোগের মাধ্যমে দুর্গা পুজোর পারম্পরিক রীতি রেওয়াজ সম্পর্কে বিদেশীদের অবগত করা যেমন যাবে, তেমনই বাংলার শ্রেষ্ঠ উৎসবের প্রচারও হবে।
প্রতি বছর পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ কলকাতায় আসেন দুর্গা পুজো প্রত্যক্ষ করতে। মুখ্যমন্ত্রীর উদ্যোগে শুরু হওয়া রেড রোডের বিসর্জন কার্নিভ্যালও বিদেশীদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে।