অক্টোবর ২৯, ২০১৮
কৈশোরে বিপথগামী হওয়া আটকাতে সহায়তা করবে দক্ষতা উন্নয়ন, প্রযুক্তির ব্যবহার

কৈশোরে বিপথগামী হওয়া আটকাতে সহায়তা করবে দক্ষতা উন্নয়ন, প্রযুক্তির ব্যবহার, শিক্ষা ও স্বাস্থ্য। এমনটাই মনে করেন রাজ্যের নারী, শিশু ও সমাজ কল্যাণ মন্ত্রী।
গত ৯ই অক্টোবর একটি কর্মশালায় তিনি বলেন, এই সরকারের আমলে কিশোরদের পুষ্টির বিষয়ে জোর দেওয়া হয়েছে। কৈশোরে আত্মনির্ভরতা বাড়াতে রাজ্যের বিভিন্ন প্রকল্প – যেমন, কন্যাশ্রী ও উৎকর্ষ বাংলা – কাজে আসতে পারে।
কর্মশালায় অংশগ্রহণকারী একদল কিশোর-কিশোরী এই ব্যাপারে একটি ডেমোন্সট্রেশন দেন। নারী, শিশু ও সমাজ কল্যাণ দপ্তরের উদ্যোগে কলকাতা পুরসভার একটি ওয়ার্ডে একটি পাইলট প্রকল্প তাদের জীবনে পরিবর্তন নিয়ে এসেছে। এই পাইলট প্রকল্পটি ২৬ নম্বর ওয়ার্ডে বাস্তবায়িত করা হয় কৈশোরে নিরাপত্তা তৈরী করতে।