অক্টোবর ২৫, ২০১৮
জঙ্গলমহলে ১০০০ কোটি লগ্নির প্রস্তাব

বাঁকুড়া রবীন্দ্রভবনে অনুষ্ঠিত হল ৪টি জেলাকে নিয়ে শিল্প–সম্মেলন। নাম দেওয়া হয়েছে সিনার্জি জঙ্গলমহল ২০১৮। এই শিল্প– সম্মেলনে ৪টি জেলার শিল্পোদ্যোগীরা অংশগ্রহণ করেছিলেন। জেলাগুলি হল, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম। সম্মেলনে ৪ জেলা থেকে প্রায় ৫০০ শিল্পোদ্যোগী অংশগ্রহণ করেন এবং তাঁরা প্রায় ১০০০ কোটি টাকা লগ্নির প্রস্তাব দিয়েছেন।
সিনার্জি পশ্চিমবঙ্গ অনুষ্ঠানে বক্তব্য পেশ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, রাজ্যের জেলাগুলিকে নিয়ে জোন ভিত্তিক শিল্প–সম্মেলন করতে হবে। সেই নির্দেশ মতই জঙ্গলমহলের চারটি জেলাকে নিয়ে এই সিনার্জি জঙ্গলমহলের আয়োজন করা হয়েছে। সেই উদ্যোগ সফলও হয়েছে। প্রায় ৫০০ শিল্পোদ্যোগী নানান ধরনের শিল্প গড়ার প্রস্তাব দিয়েছেন।
অনুষ্ঠানে অতিরিক্ত মুখ্য সচিব, তিন জেলার জেলাশাসক উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন দপ্তরের সরকারি আধিকারিকরা ছিলেন। যেসব শিল্প গড়ার প্রস্তাব পাওয়া গেছে, তার মধ্যে আছে রাইস মিল, ফ্লাওয়ার মিল, পোলট্রি ফার্ম, ইঞ্জিনিয়ারিং অ্যাক্টিভিটিস, সিমেন্ট, মেডিক্যাল, গ্যাস ইত্যাদি।
সৌজন্যেঃ আজকাল