সাম্প্রতিক খবর

অক্টোবর ২০, ২০১৮

জাগো বাংলা উৎসব সংখ্যা ১৪২৫ পড়ুন অনলাইন

জাগো বাংলা উৎসব সংখ্যা ১৪২৫ পড়ুন অনলাইন

প্রতি বছরের মত এবছরও জাগো বাংলা উৎসব সংখ্যা ১৪২৫ প্রকাশ করা হয় মহালয়ার পুণ্যলগ্নে। প্রকাশ করেন তৃণমূল কংগ্রেস সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই পত্রিকার প্রকাশ করা হয়।

প্রতিবারের মতো এবারও বইটির প্রচ্ছদটি এঁকেছেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। মূল প্রচ্ছদের লেখাটিও লিখেছেন তিনিই। বিভিন্ন বিষয়ে কলম ধরেছেন অন্যান্য নেতা নেত্রীরা।
এই বইটিতে থাকছে রাজ্য সরকারের উন্নয়নের কথা, নিবন্ধ, সাক্ষাৎকার, নাটক, এছাড়াও বিভিন্ন বিষয়। শুধু এই নয়, বহু স্বনামধন্য লেখকের লেখাও থাকছে এখানে। বহু কবি লিখেছেন অসাধারণ কিছু কবিতা।

সব মিলিয়ে প্রতিবারের মত জাগো বাংলার এই উৎসব সংখ্যাটিও এককথায় আনপুটডাউনেবেল হতে চলেছে।

এই উৎসব সংখ্যাটি অনলাইনে পড়তে ক্লিক করুন এখানে