সাম্প্রতিক খবর

অক্টোবর ২৬, ২০১৮

কার্নিভ্যালের পর এক রাতেই পরিষ্কার রেড রোড

কার্নিভ্যালের পর এক রাতেই পরিষ্কার রেড রোড

পুজোর কার্নিভ্যাল শেষ হতেই কাজ শুরু করেছিল কলকাতা পুরসভা এবং রাজ্য পূর্ত দপ্তর। সারা রাত জেগে কাজ করে সকালের মধ্যেই রেড রোডের গোটা রাস্তা পরিষ্কার করে দিল কর্মীরা। রাস্তা পরিষ্কারের কাজ থেকে শুরু করে গোটা এলাকায় যাতে কোথাও কোনও ময়লা না পড়ে থাকে, তার পুরো দেখভালের দায়িত্ব ছিল কলকাতা পুরসভার ওপর।

কলকাতা পুরসভার ২০০ জন কর্মীকে এর জন্য রাস্তায় নামানো হয়েছিল। এর সঙ্গে বাঁশ দিয়ে গড়া মঞ্চ খোলার দায়িত্ব ছিল পূর্ত দপ্তরের ওপর। এই কাজেও নিয়োজিত ছিল শতাধিক মানুষ।

কার্নিভ্যাল শেষ হওয়ার ঘণ্টা দেড়েক পর থেকেই এই কাজ শুরু হয়। পরে সারা রাত জেগে কাজ চলে রেড রোডে। তার জন্য কলকাতা পুলিশের পক্ষ থেকে এই কর্মীদের সুরক্ষার জন্য আলাদা করে পুলিশ কর্মী মোতায়েন রাখা হয়েছিল।

রাতের মধ্যেই মঞ্চ খোলা হলে, সেই বাঁশ লরিতে করে সরিয়ে নিয়ে যাওয়া হয়। এর সঙ্গে সমান তালে পুরসভার জঞ্জাল সাফাই কর্মচারীরা রাত থেকে ভোর পর্যন্ত কাজ চালিয়ে সকালের মধ্যেই রেড রোড ও সংলগ্ন এলাকাকে পরিষ্কার করে ফেলেন।

সৌজন্যেঃ খবর ৩৬৫ দিন