অক্টোবর ৩০, ২০১৮
নাগরিক পঞ্জি নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

অসমের জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এনআরসি-র জেরে অসমে আত্মহত্যার ঘটনা ঘটছে বলেও এদিন অভিযোগ করেন তিনি।দু’দিনের সরকারি সফরে সোমবার অসম সীমানা লাগোয়া কোচবিহারে পৌঁছন মুখ্যমন্ত্রী। এদিন কোচবিহারে নবনির্মিত প্রেক্ষাগৃহ ‘উৎসব ভবন’–এর উদ্বোধন করে প্রশাসনিক বৈঠকে যান মুখ্যমন্ত্রী। ওই বৈঠকেই বিজেপি শাসিত প্রতিবেশী রাজ্য অসমে এনআরসি চালু নিয়ে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রী বলেন, “আমার কাছে অসম-বাংলার কোন প্রভেদ নেই। আমি অসমিয়াদেরও ভালবাসি, বাঙালিদেরও ভালবাসি।” ওই প্রসঙ্গেই মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগের সুরে বলেন, “এনআরসির নামে প্রতিদিন অসমে কেউ না কেউ আত্মহত্যা করছে। দেখেছেন আপনারা? আপনাদেরই তো প্রতিবেশী। কষ্ট হয় না?একটা মানুষ যখন দেখে স্ত্রী, ছেলেমেয়ের নাম আছে। তার নাম নেই। সে নিজেকে পৃথিবী থেকে সরিয়ে দিচ্ছে।’’
এ দিনের প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী বলেন, “আমরা প্রকৃত ভোটারদের জন্য বলছি।” এ দিন ওই সভাতেই বিজেপি ও তৃণমূলের দখলে থাকা দুই রাজ্যের ফারাক বোঝাতে বলেন, ‘‘আমাদের পাশের রাজ্যে কী চলছে বুঝতে হবে।’’ বাংলার বাসিন্দারা অনেক ভাল আছেন। সুখে আছেন, শান্তিতে আছেন বলেও দাবি করেন মমতা। বাংলার বাসিন্দাদের অনেক ভাল থাকায় অনেকে সহ্য করতে পারেন না বলেও মন্তব্য করেছেন তিনি।