সাম্প্রতিক খবর

অক্টোবর ২৯, ২০১৮

সংশোধনাগারের আবাসিকদের জন্য শীঘ্রই চালু হবে প্রশিক্ষণ অভিযান

সংশোধনাগারের আবাসিকদের জন্য শীঘ্রই চালু হবে প্রশিক্ষণ অভিযান

স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি দপ্তর এবং কারা দপ্তরের যৌথ উদ্যোগে এবার সংশোধনাগারের আবাসিকদের বৃত্তিমূলক প্রশিক্ষণ দেওয়া হবে। সংশোধনাগার থেকে ছাড়া পাওয়ার পর আবাসিকদের কর্মসংস্থানের ব্যবস্থা হয়, সেই লক্ষ্যেই এই উদ্যোগ।

স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি দপ্তরের অধীনস্থ দি ওয়েস্ট বেঙ্গল স্বরোজগার কর্পোরেশন লিমিটেড যারা – বেকার যুবক যুবতীদের জন্য বিভিন্ন দক্ষতা-নির্ভর প্রশিক্ষণ দেয় – তারাই এই প্রকল্পের দায়িত্বে আছে।

প্রাথমিকভাবে, যে সব আবাসিকদের আগামী ছয় মাস থেকে এক বছরের মধ্যে মেয়াদ সম্পূর্ণ হবে, তাদের প্রশিক্ষণ দিয়ে স্বনির্ভর করে তোলা হবে। প্রশিক্ষণ সম্পূর্ণ করার পর, সংশোধনাগারের মেয়াদ শেষ হলে তারা স্বনির্ভর হতে চাইলে তাদের আর্থিক সহায়তাও করা হবে।

আবাসিকরা ছাড়া পাওয়ার পর তাদের ‘স্বামী বিবেকানন্দ স্বনির্ভর কর্মসংস্থান প্রকল্পে’ অন্তর্ভুক্ত করা হবে। প্রতিটি সংশোধনাগার থেকে ৩০ জন আবাসিককে এই প্রকল্পে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে দেওয়া হবে পুরষ্কার। তাদের দক্ষতা চিহ্নিত করে তাদের প্রশিক্ষণ দেবে দপ্তর।