অক্টোবর ২৮, ২০১৮
মুখা মেলাকে কেন্দ্র করে বিশ্বের দরবারে মুখোশ শিল্প

পঞ্চমবর্ষে পা দিল কুশমণ্ডির মুখা মেলা। মুখোশ শিল্পকে বিশ্বের দরবারে তুলে ধরতে এবারও মুখা মেলার আয়োজন করেছে মহিষবাথান গ্রামীণ হস্তশিল্প সমবায় সমিতি লিমিটেড। সহযোগিতায় আছে বাংলা নাটক ডট কম, পশ্চিমবঙ্গ সরকারের খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদ। মেলাকে কেন্দ্র করে প্রত্যেক দিন চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান।
মাত্র ২৭ জনকে দিয়ে পথ চলা শুরু হয়েছিল। বর্তমানে সেই সংখ্যা ৫০০ ছাড়িয়েছে। সংখ্যাটা দক্ষিণ দিনাজপুরের মুখোশ শিল্পের সঙ্গে জড়িত শিল্পীদের। শুধুমাত্র দক্ষিণ দিনাজপুর জেলা নয়, জেলার মহিষবাথানের মুখোশ শিল্পের খ্যাতি আজ জেলা ছাড়িয়ে দেশে ও বিদেশেও নাম করেছে।
প্রসঙ্গত, ২০১৩ সাল থেকে মুখোশ শিল্পকে আন্তর্জাতিক স্তরে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই ধরনের মেলা শুরু করা হয়েছে। বর্তমানে রাজ্য সরকার প্রাচীন এই শিল্পকলাকে পুনরুজ্জীবিত করতে তৎপর। দক্ষিণ দিনাজপুরের এই শিল্পের উন্নতির জন্য সরকারের পক্ষ থেকে একাধিক পরিকল্পনা নেওয়া হয়েছে। শিল্পীদের পরিচয়পত্র দেওয়া থেকে ভাতা প্রদানের ব্যবস্থা করেছে সরকার। মেলায় ২৫ টির বেশি স্টল রয়েছে, যেখানে শিল্পীদের হাতের তৈরি নানা মুখোশ বিক্রি হচ্ছে।
ছবি সৌজন্যে: ব্লগ