অক্টোবর ২৯, ২০১৮
কোচবিহারে ‘উৎসব’ এর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

চলতি বছরে দ্বিতীয় বার কোচবিহার জেলা সফরে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মুখ্যমন্ত্রী কোচবিহার জেলা শাসকের দফতরের সামনে নম নির্মিত অডিটোরিয়াম উৎসবের উদ্বোধন করেন তিনি৷
এই অডিটোরিয়ামের উদ্বোধনের পাশাপাশি এখানে তিনি কোচবিহার জেলার আধিকারিদের সঙ্গে প্রশাসনিক বৈঠক করেন। এছাড়া জেলার নানা সমস্যার সমাধান নিয়েও আলোচনা হয়। বিভিন্ন চলতি প্রকল্পের হাল হকিকত খতিয়ে দেখেন তিনি।
এর পরে সেখান থেকে চলে যাবেন কোচবিহার সার্কিট হাউসে৷ রাতে সেখানেই থাকবেন মুখ্যমন্ত্রী। এরপর ৩০ তারিখ অর্থাৎ মঙ্গলবার কোচবিহার রাসমেলা মাঠে সরকারি একটি জনসভায় অংশগ্রহণ করবেন মুখ্যমন্ত্রী। সেখানে বিভিন্ন উপভোক্তাদের হাতে সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা তুলে দেবেন।
সেখান থেকে ডুয়ার্সের উদ্দ্যেশ্যে রওনা হবেন মুখ্যমন্ত্রী৷ এই সফরে প্রায় ১৫ কোটি টাকা খরচ করে শীতাতপ নিয়ন্ত্রিত অডিটোরিয়াম উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী।