সাম্প্রতিক খবর

অক্টোবর ৬, ২০১৮

দুর্গা পুজোর উদ্বোধন শুরু করলেন মুখ্যমন্ত্রী

দুর্গা পুজোর উদ্বোধন শুরু করলেন মুখ্যমন্ত্রী

প্রতি বছরের মতো এবছরেও দুর্গাপুজোর উদ্বোধন শুরু করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ তিনি শ্রীভূমির দুর্গা পুজোর উদ্বোধন করে এবছরের তাঁর পুজোর উদ্বোধনী যাত্রার সূচনা করেন।
সেখানে তিনি সকলকে শারদীয়ার শুভেচ্ছা বার্তা দেন। পুজোর সঙ্গে যুক্ত সকল শিল্পীকে তিনি অভিনন্দন জানান।

তাঁর বক্তব্যের কিছু অংশঃ

ধর্ম নিজের বিশ্বাস।

আগে এই জায়গায় বৃষ্টি হলেই নৌকো চালাতে হত, এখন নৌকো দেখতে নৌকো নিয়ে আসতে হয় সাজাতে।

আজ কলকাতার বাইরে থেকে যে মানুষ এখান দিয়ে যায় এই শ্রীভূমি বা বিধাননগর বা রাজারহাট দিয়ে যে যায়, বলে কলকাতা কত সুন্দর হয়ে গেছে। এটা শুনে সকলের গর্ব হয়। এই কৃতিত্ব আপনাদের।

আমাদের নতুন স্লোগান, সেভ গ্রীন, স্টে ক্লীন।