সাম্প্রতিক খবর

অক্টোবর ৮, ২০১৮

পুজো গাইড, বন্ধু অ্যাপের উদ্বোধন

পুজো গাইড, বন্ধু অ্যাপের উদ্বোধন

কলকাতা পুলিশের পক্ষ থেকে বৃহস্পতিবার উদ্বোধন করা হল পুজো গাইডের। সেই সঙ্গে বন্ধু অ্যাপেরও উদ্বোধন হল এদিন। লালবাজারে এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলকাতার নগরপাল ও অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিত্ব।

দুর্গাপুজোর দিনগুলিতে জনসমুদ্রে পরিনত হয় কলকাতা। শুধু এ শহরই নয়, দুর্গা পুজোয় লক্ষ লক্ষ দর্শনার্থী রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মহানগরীতে ঠাকুর দেখতে আসেন। ঠাকুর দেখতে আসা দর্শনার্থীদের সুবিধার্থে পথ নির্দেশিকা হিসাবে প্রতি বছরই পুজো গাইড প্রকাশ করে কলকাতা পুলিশ।

দর্শনার্থীরা যাতে নির্বিঘ্নে ঠাকুর দেখতে পারেন তার জন্য কলকাতা পুলিশ সবসময় পাশে রয়েছে বলে এদিন জানান নগরপাল। ‘উৎসব’ অ্যাপের মাধ্যমে মানুষ জানতে পারবেন কোন প্যান্ডেলে কোন সময় কীরকম ভিড় রয়েছে। শহরের প্রত্যেক থানা ও ট্রাফিক গার্ডে পাওয়া যাবে এই গাইড ম্যাপ।