অক্টোবর ১১, ২০১৮
দুর্গা পুজোর সময় খাদ্য অভিযান চালাবে কলকাতা পুরসভা

দুর্গা পুজোর দিনগুলিতে বোতলবন্দী পানীয় জল এবং সফট ড্রিঙ্কের ওপর জোর দিয়ে খাদ্য অভিযান চালাবে কলকাতা পুরসভা।
মেয়র পারিষদ (স্বাস্থ্য) বলেন, গত কয়েক বছর ধরেই আমরা দুর্গা পুজোয় অভিযান চালাচ্ছি খাদ্যের গুনমান নিয়ে। বোতলবন্দী পানীয় জল এবং সফট ড্রিঙ্ক নিয়ে কারসাজি করার একটা প্রবণতা আছে। তাই, আমি পুরকর্মীদের নির্দেশ দিয়েছি, এই বিষয়ে বিশেষ জোর দিতে।
তিনি আরও বলেন, খাদ্য সুরক্ষা আধিকারিকরা কড়া ব্যবস্থা নেবেন যেসমস্ত অসাধু ব্যবসায়ীরা নিম্নমানের পানীয় জল বিক্রী করবেন তাদের বিরুদ্ধে। এই অভিযান মহালয়ার সময় থেকেই শুরু হবে এবং চলবে কালী পুজো পর্যন্ত। মেয়র পারিষদ (স্বাস্থ্য) গত ৯ তারিখ ও ১০ তারিখ বোরো ৬ এবং কাঁকুড়গাছি অঞ্চলে অভিযান চালান। এবং পার্ক সার্কাস ও গড়িয়াহাট অঞ্চলে ১১ই অক্টোবর এই অভিযান চালাবেন তিনি। দক্ষিণ কলকাতার পুজো প্যান্ডেল লাগোয়া খাবার দোকানগুলিতে অভিযান চালাবে ১৩ই অক্টোবর এবং উত্তর কলকাতায় অভিযান হবে ১৪ই অক্টোবর।