অক্টোবর ৩, ২০১৮
গতিধারা প্রকল্পে ভর্তুকি ছাড়াতে পারে ১০০ কোটি

২০১৪-১৫ সালে শুরু করা হয়েছিল গতিধারা প্রকল্প। বেকার যুবক যুবতীদের গাড়ি কিনে ব্যবসার উৎসাহ দিতে সরকার ১ লক্ষ টাকা পর্যন্ত ভর্তুকি দেওয়ার কথা ঘোষণা করে। প্রথম অর্থবর্ষে শ্রম দপ্তরের হাতে ছিল এই প্রকল্প। পরের বছর থেকে এই প্রকল্প আসে পরিবহন দপ্তরের অধীনে।
২০১৫-১৬ অর্থবর্ষে ৫২০৮ জনকে মোট ভর্তুকি দেওয়া হয় গতিধারা প্রকল্পে। মোট অর্থের দেয় পরিমাণ ছিল ৫১ কোটি টাকা। পরের অর্থবর্ষে ওই পরিমাণ বেড়ে হয় ৭৫ কোটি টাকা। এই প্রকল্পে গাড়ি নেন সাড়ে আট হাজারের বেশী বেকার যুবক যুবতী। গত আর্থিক বছরে অর্থাৎ ২০১৭-১৮সালে ভর্তুকির পরিমাণ বেড়ে হয় ৯৩ কোটি টাকা। প্রকল্পের সুবিধা পান ১০ হাজার ৩৫৩ জন।
সঠিক পথে প্রচার এবং গাড়ির ডিলারদের এই প্রকল্পের অংশ করে নেওয়ার পরেই এই সাফল্য মিলেছে। সাধারণ ভাবে, ১ লক্ষ টাকা সরকারের কাছ থেকে ভর্তুকি মেলার পরে যে কোনও ব্যাক্তি নিজের থেকে ১ লক্ষ টাকা দিলেই একটি গাড়ি হাতে পেয়ে যান। বাকি টাকা সংশ্লিষ্ট ব্যাক্তি পান ঋণ হিসেবে। মাসিক কিস্তিতে ওই টাকা শোধ করেন তারা।
এছাড়া এই সাফল্যের আরেক গুরুত্বপূর্ণ কারণ, ডিলারদের কাছ থেকেই গতিধারার অর্থ মেলায় আবেদনকারীদের অনেক জায়গায় ঘুরে বেড়াতে হচ্ছে না। আবেদনকারীরা সহজে ভর্তুকির টাকা পেয়ে যাচ্ছেন।
চলতি অর্থবর্ষে ইতিমধ্যেই ছয় হাজার আবেদন জমা পড়েছে। এখনও পর্যন্ত যা মনে হচ্ছে, এবছর ১২ হাজারেরও বেশী মানুষ এই প্রকল্পের সুবিধা নেবেন। এর ফলে ভর্তুকির পরিমাণ ১০০ কোটি ছাড়িয়ে যাবে বলে মনে করা হচ্ছে।