সাম্প্রতিক খবর

অক্টোবর ৪, ২০১৮

পেট্রোল-ডিজেলে ১০ টাকা দাম কমাক কেন্দ্র: মমতা

পেট্রোল-ডিজেলে ১০ টাকা দাম কমাক কেন্দ্র: মমতা

পেট্রোল-ডিজেলের দাম লিটার পিছু ২.৫০ টাকা কমাল কেন্দ্রীয় সরকার। কিন্তু এতে সাধারণ মানুষ লাভবান হবেন না বলে মনে করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

শিলিগুড়িতে একটি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, “কেন্দ্রের উচিত তেলের দাম অন্তত ১০ টাকা কমানো। কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপির সরকার সাধারণ মানুষের কথা ভাবে না। ওরা শুধু নিজেদের দলের কথাই ভাবেন।”

তিনি আরও বলেন, পেট্রোপণ্যের ওপর শেষ তুলে নেওয়া উচিত কেন্দ্রের। তেলের দাম বাড়লে তার আঁচ নিত্যদিনের দরকারি পণ্যের দামের ওপরও পড়ে।

উল্লেখ্য, তেলের ক্রমবর্ধমান দামের ফাঁস থেকে সাধারণ মানুষকে মুক্তি দিতে গতমাসে ১ টাকা দাম কমিয়েছিল রাজ্য সরকার।