অক্টোবর ১১, ২০১৮
পুজোর আগে রাজ্যে বিনিয়োগ ফ্লিপকার্টের

পুজোর মোটা অঙ্কের বিনিয়োগ করতে চলেছে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট। মঙ্গলবার শিল্পমন্ত্রী অমিত মিত্র জানিয়ে দিলেন, ৬ মাসের মধ্যে রাজ্য বড়সড় বিনিয়োগ করতে চলেছে ফ্লিপকার্ট।
শিল্পমন্ত্রী জানিয়েছেন, শীঘ্রই রাজ্যে ৯৫১ কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে ফ্লিপকার্ট। ৬ মাস আগেই রাজ্যকে বিনিয়োগের প্রস্তাব দিয়েছিল ফ্লিপকার্ট। ফ্লিপকার্টের প্রস্তাব নিয়ে আলোচনা করেছেন মন্ত্রীরা। তারপরই সেই প্রস্তাবে সম্মতি দেওয়া হয়েছে। বিনিয়োগের জন্য ফ্লিপকার্টকে ১০০ একর জমি দেবে রাজ্য সরকার। রাজ্যের বিভিন্ন জায়গায় জমি দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। ফ্লিপকার্ট হরিণঘাটার ইন্ডাস্ট্রিয়াল হাব বেছে নিয়েছে।
হরিণঘাটায় সাড়ে ৩৫০ একর জমি শিল্প কারখানার জন্য নির্দিষ্ট করে রেখেছে রাজ্য সরকার। সেই জমি থেকেই ১০০ একর দেওয়া হচ্ছে ই কমার্স সংস্থাটিকে। সেখানেই তৈরি হবে ফ্লিপকার্টের লজিস্টিক হাব। সংস্থাটির দাবি, এই হাবটি তৈরি হয়ে গেলে গোটা রাজ্যে মোট ১৮ হাজার ৩১০ জনের কর্মসংস্থান হবে।
ফ্লিপকার্টের প্রস্তাবটি শুধু রাজ্য মন্ত্রিসভায় পাশ হলেই শুরু হয়ে যাবে বিনিয়োগের প্রক্রিয়া। রাজ্যে বিনিয়োগ আনতে ক্ষমতায় আসার পর থেকেই পরিশ্রম করে চলেছেন মুখ্যমন্ত্রী। ফ্লিপকার্টের এই বিনিয়োগ প্রস্তাব তারই সাফল্য।
সৌজন্যে: সংবাদ প্রতিদিন