অক্টোবর ১৩, ২০১৮
পুজোয় রাজ্যের অতিরিক্ত ৫০০ বাস, উপকৃত সাধারণ মানুষ

পুজোকে কেন্দ্র করে সরকারি বাসের বিশেষ পরিষেবা শুরু করল রাজ্য পরিবহণ নিগম। আজ থেকে নবমী পর্যন্ত বছরের অন্যান্য দিনের তুলনায় প্রতিদিন অতিরিক্ত ৫০০ বাস রাস্তায় নামানো হবে। দুপুর থেকে মধ্যরাত পর্যন্ত শহর এবং শহরতলির বিভিন্ন রুটে যাতায়াতের জন্য পর্যাপ্ত সংখ্যক বাসের ব্যবস্থা করা হবে। পাশাপাশি, ‘নাইট-সার্ভিস’ বাসের সংখ্যাও এক লাফে দ্বিগুণ করা হয়েছে।
চতুর্থী থেকে নবমী পর্যন্ত প্রতিদিন গড়ে ১২০০ বাস রাস্তায় নামানো হবে। পরিবহণ দপ্তরের কন্ট্রোল রুম খোলা থাকবে বেশী রাত পর্যন্ত। কোথাও সমস্যা দেখা দিলে দ্রুত বিকল্প ব্যবস্থা করতে দপ্তরের আধিকারিকরাও রাস্তায় নেমে তদারকি করবেন।
রেল এবং মেট্রো রেলের গুরুত্বপূর্ণ স্টেশন ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ গন্তব্য স্থলের কথা মাথায় রেখে পর্যাপ্ত সংখ্যায় শাটল বাস সার্ভিস চালু করছে পরিবহণ দপ্তর। দুপুর ১২টা থেকে পর্যায়ক্রমে ওই বাসের সংখ্যা বাড়ানো হবে। চলবে মধ্যরাত পর্যন্ত।
গড়িয়া-গড়িয়াহাট, গড়িয়াহাট-শিয়ালদহ, হাওড়া-শিয়ালদহ, শ্যামবাজার-ব্যারাকপুর, করুণাময়ী-শিয়ালদহ, টালিগঞ্জ-ঠাকুরপুকুর, টালিগঞ্জ-বেহালা ছাড়াও আরও বেশ কিছু রুটে শাটল সার্ভিস চালানো হবে। এ ছাড়া, সকালের দিকেও নিয়মিত সরকারি বাস পরিষেবা চালু থাকছে। রাতের দিকে কয়েকটি রুটে চালু থাকছে ট্রামও।