সাম্প্রতিক খবর

অক্টোবর ১২, ২০১৮

পুজোর আগেই শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ

পুজোর আগেই শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ

এ বছর রাজ্যের বিভিন্ন প্রান্তে শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক কৃষিজমি। এই সব কৃষককে ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য। রাজ্য কৃষি দফতরের তরফে এই ঘোষণা করা হয়েছে।

আগামী ১২ অক্টোবরের মধ্যে কৃষকদের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দেওয়া হবে বলা। এ বছর শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছেন তিন লক্ষ ২৫ হাজার কৃষক। যে কৃষকের মোট উৎপাদনের ৩৩ শতাংশ বা তার বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, তিনি এই ক্ষতিপূরণ পাওয়ার যোগ্য। সর্বনিম্ন ১,০০০ টাকা থেকে সর্বোচ্চ ২৭ হাজার টাকার ক্ষতিপূরণ পাবেন একজন কৃষক।

এ বছর শিলাবৃষ্টিতে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাজ্যের আটটি জেলা। জেলাগুলি হল জলপাইগুড়ি, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, মালদা, বীরভূম, নদিয়া, উত্তর ২৪ পরগণা এবং পশ্চিম মেদিনীপুর। ইতিমধ্যে ক্ষতিপূরণের এই চেক দেওয়ার কাজ জোরকদমে চলছে বলে জানিয়েছেন রাজ্যের আধিকারিকরা।