সাম্প্রতিক খবর

অক্টোবর ৩১, ২০১৮

নগরোন্নয়নের জন্য বাজেট বৃদ্ধি পরিবর্তনের জমানায়

নগরোন্নয়নের জন্য বাজেট বৃদ্ধি পরিবর্তনের জমানায়

গত সাত বছরে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে রাজ্যের পুর ও নগরোন্নয়নের বাজেট। এর থেকেই বোঝা যায় রাজ্যের পুরসভাগুলির উন্নতিসাধনে কতটা তৎপর তৃণমূল কংগ্রেস পরিচালিত রাজ্য সরকার।

গত সাত বছরের কিছু উল্লেখযোগ্য সাফল্য:

  • পুর অঞ্চলের উন্নয়নের জন্য (রাস্তা, বাজারের, অন্ত্যেষ্টিক্রিয়ার স্থান সংস্কার ও নির্মাণ) বরাদ্দ: ২০১০-১১ – ৪৭ কোটি টাকা; ২০১৭-১৮ – ৪৮৫ কোটি টাকা।
  • ন্যুনতম পরিষেবার (ড্রেন, কালভার্টের নির্মাণ ও সংস্কার) জন্য বরাদ্দ: ২০১০-১১ – ৪৪ কোটি টাকা; ২০১৭-১৮ – ১২১ কোটি টাকা।
  • জল সরবরাহ প্রকল্পের জন্য বরাদ্দ: ২০১০-১১ সালে ২৪ কোটি টাকা যা ২০১৭-১৮ সালে বেড়ে হয়েছে ১৫৪ কোটি টাকা।
  • সমাজ কল্যাণমূলক কাজে বরাদ্দ: ২০১০-১১ সালে ছিল ৪৪ কোটি টাকা যা ২০১৭-১৮ সালে বেড়ে হয়েছে ১৯০ কোটি টাকা।

বিভিন্ন ক্ষেত্রে বরাদ্দ অর্থের এই ব্যাপক বৃদ্ধি চোখে আঙ্গুল দিয়ে আরেকবার দেখিয়ে দিল যে রাজ্যের বিভিন্ন পুর অঞ্চলে ব্যাপক উন্নয়ন হয়েছে গত সাত বছরে। নগরের সৌন্দর্যায়ন, উন্নয়ন পর্ষদ গঠন, নগর পরিকল্পনা, নিকাশি, বর্জ্য ব্যবস্থাপনা, জল সরবরাহ সমস্ত ক্ষেত্রেই উন্নততর পরিষেবা দেওয়া হচ্ছে।