অক্টোবর ১২, ২০১৮
এবার পুজোয় কন্ট্রোলরুম প্রশাসনের, বিপদে পড়লে মিলবে সাহায্য

পুজোর মরশুমকে কেন্দ্র করে একটি সিদ্ধান্ত রাজ্য সরকার৷ পুজোতে এবার বড় চিন্তা প্রবল ঘনীভূত হওয়া নিম্নচাপকে নিয়েই৷ ইতিমধ্যেই শক্তিশালী হচ্ছে ঘূর্ণিঝড় তিতলি৷ তার ফলেই সারা দেশজুড়ে চরম সতর্কতা জারি করা হয়েছে৷
কোনও ভাবেই আনন্দ নিরানন্দের আকার না
নিতে পারে, সেই জন্য পশ্চিমবঙ্গ সরকারও বড় সিদ্ধান্ত নিয়েছে৷ পঞ্চমী-লক্ষ্মীপুজো পর্যন্ত চালু করা হয়েছে কন্ট্রোলরুম, চলবে উৎসবের দিনগুলিতে নজরদারি, কন্ট্রোলরুম থেকে ২৪ ঘণ্টা নজরদারি করবেন উচ্চপদস্থ আমলা ও কর্মীরা৷
হেল্পলাইনও রয়েছে৷ টোল ফ্রি নম্বর ১০৭০ ফোন করলেই মিলবে সাহায্য৷