সাম্প্রতিক খবর

অক্টোবর ২৫, ২০১৮

মহাত্মা গান্ধীর স্মৃতিতে মেধাবী ভাতা ঘোষণা মুখ্যমন্ত্রীর

মহাত্মা গান্ধীর স্মৃতিতে মেধাবী ভাতা ঘোষণা মুখ্যমন্ত্রীর

মহাত্মা গান্ধীর স্মৃতিতে মেধাবী ভাতা চালু করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। ২০১৯ সালে জাতির জনকের সার্ধশতবার্ষিকী উদযাপনের উদ্দেশ্যে রাজ্য যে একগুচ্ছ পরিকল্পনা নিয়েছে; এই সিদ্ধান্তটি তারই অংশ।

কলকাতার বেলেঘটায় গান্ধী জয়ন্তীতে গান্ধী ভবনের সংস্কারের সূচনা অনুষ্ঠানে এই প্রকল্পের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উচ্চ শিক্ষা দপ্তর এই প্রকল্পের বাস্তবায়নের দায়িত্বে থাকবে।

মহাত্মা গান্ধীর সার্ধশতবার্ষিকী উপলক্ষে অন্যান্য যেসব প্রকল্পের কথা মুখ্যমন্ত্রী বলেন, সেগুলি হল, সাড়ে তিন কোটি টাকা ব্যয়ে সংগ্রহশালা নির্মাণ ও গান্ধী ভবনের সংস্কার, পূর্ব মেদিনীপুরের তমলুকে মহাত্মা গান্ধীর নামাঙ্কিত বিস্ববিদ্যালয়ের শিলান্যাস এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ে গান্ধীজির নামে একটি চেয়ার চালু করা।