October 22, 2018
স্বামীজির শিকাগো বক্তৃতার ১২৫ বর্ষপূর্তি ও বাংলা – পার্থ চট্টোপাধ্যায়

“উৎসবের আঙিনায় দাঁড়িয়ে বাংলা। শরতের আকাশে পেঁজা পেঁজা তুলোর মতো মেঘ। কাশফুলের কাননে হাওয়া লাগতেইএপাশ ওপাশ দিয়ে সাদা মেঘের ভেলায় চেপে আনন্দ ঢুকে পড়েছে বাংলায়। শারদোৎসবের প্রাকমূহূর্তে দেবী দুর্গার সপরিবারে আগমন ও আবাহন একসঙ্গে শুরু হতে চলেছে। কিন্তু তার দিন কয়েক আগে দেশজুড়ে স্বামী বিবেকানন্দের শিকাগো ধর্ম মহাসম্মেলনের সেই ঐতিহাসিক বক্তৃতার ১২৫ বছর পূর্তি পালিত হল। রামকৃষ্ণ মিশন ইতিমধ্যে স্বামীজির সেই ঐতিহাসিক ভাষণ তুলে ধরে সারাবছর ব্যাপী নানা কর্মসূচি ঘোষনা করেছে।”
To read the full article, click here >>
এই প্রবন্ধের বাকি অংশটুকু পড়তে হলে ক্লিক করুন এখানে >>