সাম্প্রতিক খবর

ডিসেম্বর ২৩, ২০১৮

বড়দিন থেকে নববর্ষ রাতভর টহল স্কুটিবাহিনীর

বড়দিন থেকে নববর্ষ রাতভর টহল স্কুটিবাহিনীর

বড়দিন আর নববর্ষের রাতে ভিড়ের মধ্যে সুযোগ পেলেই ইভটিজিংয়ের চেষ্টা৷ এই বছর সেই চেষ্টা করলেই বিপদ৷ কারণ, এবার বড়দিন থেকেই তৈরী রয়েছে কলকাতা পুলিশের ‘টিম উইনার্স”| গত কয়েক মাস ধরেই উল্লেখযোগ্যভাবে রাস্তায় ইভটিজার ও শ্লীলতাহানির অভিযুক্তদের ধরেছে মহিলা পুলিশের বিশেষ বাইক বাহিনী উইনার্স”৷ গত পুজোর সময় শহরের বহু জায়গা থেকে ইভটিজারদের কবজা করেছিল ‘উইনার্স’রা৷ এবার তাদের দেখা যাবে পার্ক ষ্ট্রীট ও তার সংলগ্ন এলাকায়৷ এই বিষয়ে ডিসি (সাউথ) বলেন, ‘উইনার্স”-এর ২৫ জনের টিম বড়দিনের আগে থেকেই তৈরী রয়েছে৷ সারা রাত ধরে টহল দিয়ে মহিলাদের সম্মান বাঁচাবেন পুলিশের এই মহিলারাই৷

এবার উইক এন্ডের পর বড়দিন| তাই বড়দিনের দিন দু’য়েক আগে থেকেই পার্ক ষ্ট্রীট, শেক্সপিয়র সরণির রাস্তায় জমে উঠবে ভিড়৷ এ ছাড়াও ক্রিসমাসের কেনাকাটার ভিড় জমতে শুরু করেছে রাস্তায়৷ পুলিশ জানিয়েছে, বড়দিন থেকে শুরু করে নববর্ষ পর্যন্ত পার্ক ষ্ট্রীট এলাকায় ভিড়ের মধ্যে ইভটিজিং ও শ্লীলতাহানির প্রবণতা থাকে কিছু যুবকের৷ আবার রাতে পার্ক ষ্ট্রীট বা শেক্সপিয়র সরণির পানশালার মধ্যে অথবা পানশালা থেকে মদ্যপ অবস্থায় বেরিয়ে অনেকে মহিলাদের কটুক্তি করে৷ অনেক সময় তা নিয়ে মারপিটও বেধে যায়! আইন- শৃঙ্খলাজনিত সমস্যা দেখা যায়৷ এই বছর এই ধরনের সমস্যা রুখতে এগিয়ে এসেছেন ‘উইনার্স’রা৷ সকাল থেকেই মহিলা পুলিশের এই বাহিনীর সদস্যারা স্কুটি করে শহরজুড়ে ঘুরে বেড়ান৷ পুলিশের সূত্র জানিয়েছে, বড়দিনের আগে থেকে ‘উইনার্স”-এর টিম বেশী গুরুত্ব দিচ্ছে পার্ক স্টিটের উপর!

পার্ক ষ্ট্রীটের রাস্তাগুলিতে স্কুটি নিয়েই টহল দিতে শুরু করেছেন ‘উইনার্স’রা | ক্রিসমাস ইভ, বড়দিন বা ৩১ ডিসেম্বর রাতে পার্ক ষ্ট্রীটের বহু জায়গায় মানুষের ভিড়ে গাড়ি চলাচল করতে পারে না৷ সেই ক্ষেত্রে স্কুটি ছেড়ে ইেটেই টহল দেবেন ‘উইনার্স’-এর সদস্যারা৷ তাদের নজর থাকবে ভিড়ের দিকে | ভিড়ের মধ্যে ইভটিজিংয়ের গুরুত্ব দিচ্ছে পার্ক ষ্ট্রীটের উপর৷ জানা গিয়েছে, মহিলা পুলিশের এই বাহিনীকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে ৷

তারা যেমন শহরজুড়ে স্কুটি চালিয়ে ঘুরতে পারেন, তেমনই তারা দৌড়ে অপরাধী ধরা ও কেউ পালানোর চেষ্টা করলে ক্যারাটের প্যাচে তাকে ধরাশায়ী করার দক্ষতা রাখেন৷ প্রয়োজনে যে দৌড়ে কলার ধরে ইভটিজারদের তারা ধরে নিয়ে আসতে পারেন, সেই প্রমাণও বহুবার পেয়েছে কলকাতা ৷ বিশেষ করে ভিক্টোরিয়া মেমোরিয়াল, ময়দান চত্বরে বহুবার ‘উইনার্স’দের হাতে ধরা পড়েছে ইভটিজাররা ৷ শীতের ছুটিতেও চিড়িয়াখানা, ভিক্টোরিয়া মেমোরিয়াল- সহ যে জায়গাগুলিতে মানুষের ভিড় হয়, সেখানে সকাল থেকেই হাজির হন ‘উইনার্স’রা ৷ বড়দিন ও নববর্ষে সারারাত তারা মহিলাদের ইভটিজিং ও ক্লীলতাহানির হাত থেকে বাঁচাবেন বলে জানিয়েছে পুলিশ৷