ডিসেম্বর ১৭, ২০১৮
সেক্টর ফাইভে ইনকিউবেশন সেন্টার গড়তে বিপুল বিনিয়োগ

সল্ট লেকের সেক্টর ফাইভে ইনকিউবেশন সেন্টার গড়তে চলেছে সফটওয়্যার টেকনোলজি পার্ক অফ ইন্ডিয়া। এর জন্য তারা বিনিয়োগ করবেন ১২০ কোটি টাকা। সংস্থার পক্ষে বাংলায় এখন অবধি সবচেয়ে বড় বিনিয়োগ এটি। এই ইনকিউবেশন সেন্টার তৈরীর কাজও শুরু হয়ে গেছে।
ইনফোকম ২০১৮তে বক্তব্য রাখতে গিয়ে সংস্থার ডিরেক্টর জেনারেল বলেন, এই ইনকিউবেশন সেন্টারে একটি নেটওয়ার্ক অপারেটিং সেন্টার এবং একটি ডেটা তৈরী করা সেন্টার হবে যার মাধ্যমে দ্রুতগতির ডেটা কমিউনিকেশন পরিষেবা দেওয়া যাবে। এর ফলে এক নতুন মাত্রা পাবে রাজ্যের তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে।
শুধু বাংলাই নয়, সারা উত্তর-পূর্ব ভারতের স্টার্ট আপ এবং তথ্যপ্রযুক্তি শিল্পের সাথে জড়িত উদ্যোক্তাদের জন্য উদ্ভাবনী কেন্দ্র হিসেবে কাজ করবে এই সেন্টার। পাঁচ একর জমির ওপর তৈরী হবে এই ইনকিউবেশন সেন্টার। নির্মাণের কাজ শেষ হতে দু’বছর লাগবে।
এই মুহূর্তে সফটওয়্যার টেকনোলজি পার্ক অফ ইন্ডিয়া রাজ্যে পাঁচটি কেন্দ্র চালায় – কলকাতা, দুর্গাপুর, হলদিয়া, খড়গপুর ও শিলিগুড়িতে। এছাড়াও, তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে এক মুখ্য সংস্থা সিফি টেকনোলজির কর্ণধার ঘোষণা করেন আগামী ফেব্রুয়ারি মাসে রাজারহাটে ৫০,০০০ বর্গ ফুটের তথ্য কেন্দ্রের উদ্বোধন করা হবে।