ডিসেম্বর ৫, ২০১৮
শুধুমাত্র জিএসটি দিলেই কৃষকরা পাবেন স্প্রিঙ্কলার

কৃষকদের সাহায্য করতে আরও এক পদক্ষেপ নিল বাংলা। রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে যে শুধুমাত্র জিএসটি প্রদান করলেই কৃষকদের ক্ষুদ্রসেচের জন্য প্রয়োজনীয় স্প্রিঙ্কলার যন্ত্র যোগান দেওয়া হবে।
একেকটি স্প্রিঙ্কলার যন্ত্রর দাম ৩১০০০ টাকা। শুধু জিএসটি বাবদ ৪০৫০ টাকা দিলেই মিলবে যন্ত্রটি।
বাংলা কৃষি সেচ যোজনার আওতায় স্প্রিঙ্কলার যন্ত্রের ৫৫ শতাংশ দাম সরকার সরাসরি দেবে ও বাকি ৪৫ শতাংশ অন্যান্য প্রকল্পের মাধ্যমে দেওয়া হবে। ফলে, কৃষকদের কিছুই দিতে হবে না, জিএসটি ছাড়া।
একটি স্প্রিঙ্কলার যন্ত্রের মাধ্যমে ১০০ বিঘা জমিতে সেচ করা যায়। অন্যদিকে একটি নিমজ্জিত পাম্পের মাধ্যমে মাত্র ৪০ বিঘা জমি সেচ করা যায়।
আগামী ৮-২৮শে ডিসেম্বর কৃষিমন্ত্রী জেলা পরিদর্শনে যাবেন। বৃষ্টি কম হওয়ার ফলে কি কি সমস্যা হচ্ছে তা খতিয়ে দেখবেন তিনি। এছাড়াও, ক্ষুদ্রসেচের বিভিন্ন ব্যবস্থাপনা সম্বন্ধে খোঁজও নেবেন।