ডিসেম্বর ২৮, ২০১৮
ইকো পার্ক ও আলিপুর চিড়িয়াখানায় মানুষের ঢল

কলকাতার অন্যতম দুই পর্যটন কেন্দ্র ইকো পার্ক ও আলিপুর চিড়িয়াখানায় এই শীতে মানুষের ঢল নেমেছে।
শিশু ও তাদের অভিভাবকরা এই দুই জায়গায় দলে দলে আসছেন। ছুটির দিন ও সপ্তাহান্তে এই সংখ্যা বহুগুণ বেড়ে যায়।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন কলকাতার কাছাকাছি প্রাকৃতিক সৌন্দর্যে ভরা একটি পর্যটন কেন্দ্র তৈরী করতে। সেই ভাবনা থেকেই নিউটাউনে তৈরী হয় ‘প্রকৃতি তীর্থ’ বা ইকো পার্ক। কয়েক বছরের মধ্যেই এই জায়গাটি মানুষের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে। এই পার্কে প্রতিনিয়ত দর্শনীয় আকর্ষণ বেড়ে উঠেছে।
এখানকার দর্শনীয়র মধ্যে সেরা হল ইকো পার্কে দ্রষ্টব্য কিছু আকর্ষণ হল, পৃথিবীর সপ্তম আশ্চর্যের প্রতিকৃতি, টয় ট্রেন, বোটিং ও জলক্রীড়ার ব্যবস্থা। পুরো অঞ্চলে সাইকেল চালিয়ে ঘুরে দেখাও অনেকে পছন্দ করেন। এ ছাড়াও এখানকার ক্যাফে একান্তে রেস্তোরাঁর খাবারও অনেক মানুষের পছন্দ।