সাম্প্রতিক খবর

ডিসেম্বর ১৬, ২০১৮

গত সাত বছরে শিল্প-বান্ধব পরিবেশ বাংলায়

গত সাত বছরে শিল্প-বান্ধব পরিবেশ বাংলায়

গত সাত বছরে শিল্প-বান্ধব পরিবেশ তৈরী হয়েছে বাংলায়। ফলস্বরুপ সহজে ব্যবসা করার সূচকে দেশের মধ্যে সেরা বাংলা। শিল্প ও বাণিজ্য দপ্তরের অতিরিক্ত মুখ্যসচিব একথা বলেন। একটি বেসরকারি সংস্থা দ্বারা আয়োজিত ‘দ্বিতীয় ন্যাশানাল লিডারশিপ কনফারেন্স অন ফার্স্ট জেনারেশন এন্ট্রেপ্রিনিওরস’ অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন।

তিনি আরও বলেন, রাজ্য সরকার নিয়মিত ভাবে বিভিন্ন বণিকসভার সঙ্গে যোগাযোগ রাখছেন, যাতে সব কাজ আরও দ্রুত করা যায়।

পশ্চিমবঙ্গ শিল্প উন্নয়ন নিগমের ম্যানেজিং ডিরেক্টর বলেন, বাংলার অর্থনীতি দেশের মধ্যে চতুর্থ বৃহৎ এবং দেশের জিডিপিতে অবদানের নিরিখেও বাংলার স্থান চতুর্থ। বাংলায় ব্যবসা করার যে বিপুল সম্ভাবনা আছে, তা এতদিন লঘু করে দেখা হত; এখন সেই দৃষ্টিভঙ্গীর পরিবর্তন হচ্ছে। রাজ্যে ক্ষুদ্র, মাঝারি ও ছোট শিল্পের জন্য তহবিল তৈরী করা হয়েছে যার মাধ্যমে আগ্রহী উদ্যোগপতিদের সহায়তা করা হয়। নির্মাণ ও পরিষেবা দুই ক্ষেত্রেই এই সাহায্য মেলে।

প্যাটন গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর রাজ্য সরকারের প্রশংসা করে বলেন, উদ্যোগপতিদের সহায়তা করার জন্য রাজ্য সরকার দ্রুত পদক্ষেপ নিচ্ছে।