সাম্প্রতিক খবর

ডিসেম্বর ১, ২০১৮

সদ্যোজাতদের মধ্যে এইচআইভি সংক্রমণ প্রতিরোধে দেশের সেরা বাংলা: মমতা বন্দ্যোপাধ্যায়

সদ্যোজাতদের মধ্যে এইচআইভি সংক্রমণ প্রতিরোধে দেশের সেরা বাংলা: মমতা বন্দ্যোপাধ্যায়

বাবা-মায়ের থেকে সন্তানদের শরীরে এইচ আই ভি ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে দেশের মধ্যে বাংলা সবচেয়ে ভালো কাজ করছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে একথা জানান।

ট্যুইটারে তিনি লেখেন, ‘আমি অতি আনন্দের সঙ্গে আপনাদের জানাচ্ছি, প্রিভেনশন অফ পেরেন্ট টু চাইল্ড ট্রান্সমিশন অফ এইচ আই ভি প্রকল্পের ২০১৭-১৮ র কাজে বাংলা এক নম্বর স্থান অধিকার করেছে। কেন্দ্রীয় ন্যাশনাল এইডস অর্গানাইজেশন (ন্যাকো) এই স্বীকৃতি দিয়েছে।’

ট্যুইটারে তিনি লেখেন, এই প্রকল্পের অধীনে এ রাজ্যের ১৬ লক্ষ ৫০ হাজার গর্ভবতী মহিলা সুফল পেয়েছেন। এছাড়াও যারা এইচ আই ভি পজিটিভ তাদের সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা-পরিষেবা দেয় রাজ্য সরকার।

প্রসঙ্গত, যেসকল প্রাপ্তবয়স্ক মানুষ এবং শিশুদের এইচআইভি সংক্রমণ হয়, তাদের বিনামূল্যে মহকুমা, জেলা ও মেডিক্যাল কলেজের অ্যান্টি-রেট্রোভাইরাল চিকিৎসা কেন্দ্রে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয়।