Latest News

October 23, 2018

জনপরিবহনে দেশকে পথ দেখাচ্ছে বাংলা – শুভেন্দু আধিকারী

জনপরিবহনে দেশকে পথ দেখাচ্ছে বাংলা – শুভেন্দু আধিকারী

“সামাজিক,অর্থনৈতিক ও অন্যান্য সামগ্রিক উন্নয়নের ক্ষেত্রে সঠিক পরিবহন ব্যবস্থার ভুমিকা অনস্বীকার্য। জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার মা-মাটি-মানুষের সরকার ক্ষমতায় আসার পর পরিবহণ ক্ষেত্রে যুগান্তকারী উন্নয়ন হয়েছে। তার আগে এই রাজ্যে পরিবহণ ব্যবস্থার সকল ক্ষেত্রে অবস্থা ছিল বেহাল,অনিয়ন্ত্রিত ও দিশাহীন। একদিকে রাষ্ট্রীয় পরিবহণ সংস্থাগুলির পরিচালনার ক্ষেত্রে দলবাজি,দুর্নীতি, পরিকল্পনার অভাব, আনুদ্যোগ ওসর্বোপরি কর্মসংস্কৃতির অভাবে পরিবহনের ক্ষেত্রে জনগনের প্রত্যাশাপূরণ দূরে থাক,যথেষ্ট বিরক্তি ও হতাশার কারন হয়ে উঠেছিল। অন্যদিকে, প্রশাসনিক শিথিলতা ও অস্বচ্ছতা, সিদ্ধান্ত গ্রহনে দ্রুততার অভাব, মালিক- কর্মচারী সংঘাত, অকারনে ধর্মঘট, চাক্কা-বন্ধের প্রবনতা ধীরে ধীরে পরিবহন ক্ষেত্রে ব্যক্তি মালিকানার উদ্যোগে বিমুখতা দেখা যাচ্ছিল। জলপথ পরিবহনে সরকারের ভুমিকা ছিল উদাসীন- অনিয়ন্ত্রিত জলযান ব্যবহার, যাত্রীদের নিরাপত্তার অভাব, জেটিঘাতের দুরবস্থা ইত্যাদির ফলে পরিবহনের এই ক্ষেত্রে দীর্ঘদিন কোনও উন্নতির লক্ষন ছিল না।”

To read the full article, click here >>

এই প্রবন্ধের বাকি অংশটুকু পড়তে হলে ক্লিক করুন এখানে >>