অক্টোবর ৯, ২০১৮
গুজরাতের সাম্প্রতিক হিংসা, উদ্বিগ্ন মমতা বন্দ্যোপাধ্যায়

গুজরাতে সাম্প্রতিক হিংসার ঘটনার প্রেক্ষিতে মুখ খুললেন মুখ্যমন্ত্রী। সাংবাদিকদের তিনি বলেন, যদি কোনও অপরাধ ঘটে, পুলিশ আইন মেনে সেই অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এটাই আইনি প্রক্রিয়া। কিন্তু, তারা ৩৭০জনেরও বেশী মানুষকে গ্রেপ্তার করলেন কেন? আমরা এমন দেশে বাস করি, যেখানে সকল মানুষ একসঙ্গে বাস করে। বিহারীরা বাঙলায় বাস করে, বাঙালীরা মধ্যপ্রদেশে বাস করে। রাজস্থানীরা বাংলায় বাস করে। এটাই আমাদের সংস্কৃতি।
তিনি আরও বলেন, গুজরাতে যা হচ্ছে, সেটা উদ্দেশ্যপ্রণোদিত। মানুষ ভীত, সঙ্কিত। তারা গুজরাত থেকে পালিয়ে আসছে। যারা গুজরাতে বছরের পর বছর ধরে বসবাস করছে, তারা নিজেদের সেখানকার বাসিন্দা মনে করে। যে রাজস্থানীরা বাংলায় বাস করেন, তারাও বাঙালী। যে বিহারীরা বাংলায় বাস করেন, তারাও বাঙালী। এই হিংসার ঘটনা খুবই খারাপ প্রবণতা এবং পরিস্থিতি আশঙ্কাজনক।
মুখ্যমন্ত্রী বলেন, যেখানে যেখানে বিজেপি শাসকদল হিসেবে আছে, তারা মানুষের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি করে। মানুষ যেখানে শান্তিতে বসবাস করছে, সেখানে তারা সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ায়। বিজেপি শাসিত রাজ্যগুলির অবস্থা সাংঘাতিক। যা হচ্ছে, তা নিয়ে আমি চিন্তিত। এর উদ্দেশ্য খুব সহজবোধ্য। যদি দেশকে জাতি বর্ণের ভিত্তিতে ভাগ করা হয়, দেশের ক্ষতি হবে। আমরা এক থাকলে, দেশ শক্তিশালী হবে। আমাদের মানুষের মধ্যে ভেদাভেদ করা উচিত না।