অক্টোবর ২, ২০১৮
আজ গান্ধী ভবন সংস্কারের সূচনা করবেন মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ বেলেঘাটার গান্ধী ভবনের সংস্কার ও সংগ্রহশালা তৈরীর কাজের সূচনা করবেন। এই মঞ্চ থেকেই তিনি পূর্ব মেদিনীপুরের মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়েরও শিলান্যাস করেন।
প্রসঙ্গত, রাজ্য সরকার মহাত্মা গান্ধীর জন্ম সার্ধশতবর্ষ উদযাপনের উদ্দেশ্যে একটি কমিটি গঠন করে। এই ৪৬ সদস্যের কমিটির শীর্ষে আছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। এই কমিটির প্রথম বৈঠক হয় ২৩শে এপ্রিল যেখানে একগুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হয়। সেই দিনই গান্ধী ভবন সংস্কারের সিদ্ধান্তও নেওয়া হয়।
সিদ্ধান্ত নেওয়া হয় যে, এই ভবনের হেরিটেজ তকমা অক্ষুন্ন রাখতে এই সংস্কারের কাজ শুরু হবে। এছাড়াও, রাজ্য সরকার গান্ধীজীর বিভিন্ন ভাষণ সম্বলিত একটি পুস্তিকা প্রকাশ করবে। পুস্তিকাটির নাম ‘ফাদার অফ দি নেশন’।