সাম্প্রতিক খবর

নভেম্বর ৫, ২০১৮

এ বার পুজোয় তন্তুজের বিক্রি বাড়ল ৩৫ শতাংশ

এ বার পুজোয় তন্তুজের বিক্রি বাড়ল ৩৫ শতাংশ

দুর্গাপুজোয় লক্ষ্মীলাভ তন্তুজর। সব মিলিয়ে পুজোর বাজারে তন্তুজ ব্যবসা করেছে প্রায় তিরিশ কোটি টাকার। গত বছরের তুলনায় যা ৩৫ শতাংশ বেশি। দেশ জুড়ে ছড়িয়ে থাকা ৮৪টি কাউন্টার থেকে ১০৬ টাকা দামের শাড়ি থেকে লাখ টাকার শাড়ি বিক্রি হয়েছে ঢালাও। অনলাইন ব্যবসাতেও, বিশেষ করে ফ্লিপকাৰ্ট, অ্যামাজনের মতো সংস্থাগুলির হাত ধরে বিশ্বজুড়েই বিক্রি বেড়েছে তন্তুজের শাড়ির।

তাঁত, মসলিন, বালুচরি, তসর, সিল্কের শাড়ি ও রয়েছে তন্তুজের সম্ভারে। শালোয়ার, ছেলেদের পাঞ্জাবি, জামারও চাহিদা বাড়ছে। বালুচরিতে ছেলে-মেয়েদের পোশাকেরও যথেষ্ট চাহিদা এ বার। মার্কিন যুক্তরাষ্ট্রে তন্তুজের একটা ক্রেতা গোষ্ঠী তৈরী হয়েছে বলে দাবি সংস্থার কতাদের। সেই সঙ্গে চাহিদা বাড়ছে অনলাইন ব্যবসাতেও।

শাড়ির দাম ৩ লক্ষ ১৫ হাজার টাকা। তাও পুজোর বাজারে বিক্রি হয়ে গেল সল্টলেকে তন্তুজ শোরুম থেকে। বিক্রি হয়েছে ৫৪ হাজার টাকা দামের বালুচরি শাড়িও। সব মিলিয়ে, এটা মানতেই হবে, বাম আমলে ধুঁকতে থাকা সংস্থাগুলি পরিবর্তনের জমানায় লাভের মুখ দেখছে।