জুন ২৮, ২০১৮
স্কচ পুরস্কার পেলো রাজ্যের বিদ্যুৎ দপ্তর

‘স্কচ অর্ডার অফ মেরিট’ পুরস্কার পেলো রাজ্য সরকারের বিদ্যুৎ দপ্তর। গত ২৩ জুন দিল্লিতে ৫২ টম স্কচ সামিটে এই পুরস্কার দেওয়া হয়.
ইন্টেলেকচুয়াল বিলিং উইথ অটোমেটেড সুপারভাইজারি চেক সিস্টেমের মাধ্যমে মিটার রিডিং ও বিল জমা নিচ্ছে দপ্তর। অত্যাধুনিক সফটওয়্যারের মাধ্যমে এই বিল জমা নেওয়ার পদ্ধতিতে আমূল পরিবর্তন এসেছে। ফলস্বরূপ, দপ্তরের কাজও তাড়াতাড়ি হচ্ছে।
গ্রাহক সংখ্যাও আগের চেয়ে অনেক বেড়ে গেছে। বর্তমানে গ্রাহক সংখ্যা ১.৮ কোটি।
সৌজন্যে: Millennium Post