সাম্প্রতিক খবর

মে ১৫, ২০১৯

তিলোত্তমা কলকাতায় উন্নয়নের জোয়ার

তিলোত্তমা কলকাতায় উন্নয়নের জোয়ার

বাংলার রাজধানী কলকাতা আমাদের সকলের প্রিয় শহর। দেশের অন্যতম মেট্রো শহর কলকাতা। গত সাত বছরে কলকাতায় হয়েছে অভূতপূর্ব উন্নয়ন।

দেখা যাক এক ঝলকেঃ

স্বাস্থ্যঃ ১৩টি ন্যায্য মূল্যের ওষুধের দোকান, ২১টি ন্যায্য মূল্যের রোগ নির্ণয় কেন্দ্র, নটি এসএনএসইউ, সাতটি এসএনসিইউ, সাতটি সিসিইউ, কলকাতা মেডিক্যাল কলেজে ও খিদিরপুরের মাতৃ সদনে একটি করে মাদার অ্যান্ড চাইল্ড হাব।

স্কুল শিক্ষাঃ সাড়ে সাত বছরে ৬৯টি স্কুলকে উন্নীত করা হয়েছে।

বৃত্তিঃ সাড়ে সাত বছরে ১.২৭ লক্ষ মেয়ে কন্যাশ্রী পেয়েছে, শিক্ষাশ্রী পেয়েছে ৩৮ হাজার পড়ুয়া।

উচ্চ শিক্ষাঃ দুটি বিশ্ববিদ্যালয় (ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ টিচার্স ট্রেনিং, এডুকেশন, প্ল্যানিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন এবং সংস্কৃত কলেজ ও বিশ্ববিদ্যালয়), দুটি সরকারি ডিগ্রী কলেজ, একটি পলিটেকনিক কলেজ।

আবাসনঃ আবাসন প্রকল্পে উপকৃত মানুষের সংখ্যা ৮৬০০, নীল রতন সরকার হাসপাতাল ও কলকাতা মেডিক্যাল কলেজে নাইট শেল্টার তৈরী করা হয়েছে (আর জি কর মেডিক্যাল কলেজেও তৈরী হচ্ছে), কর্মাঞ্জলী প্রকল্পে কর্মরতা মহিলাদের জন্য পাঁচটি হোস্টেল তৈরী করা হয়েছে, নিউ টাউনে সরকারি আধিকারিকদের জন্য ৫৭৬টি ফ্ল্যাট নির্মাণ করা হয়েছে।

শিল্পঃ তিনটি ইন্ডাস্ট্রিয়াল পার্ক, বানতোলা চর্ম নগরী (পরিকল্পনা নেওয়া হয়েছে পৃথিবীর বৃহত্তম চর্ম নগরীতে পরিণত করার)।

সেচঃ দুটি পাম্প হাউস, কৃষ্ণপুর খালের দুপাড়ের সংস্কার করা হচ্ছে।

সড়ক ও সেতুঃ মাঝেরহাট উড়ালপুল তৈরী করা হচ্ছে।

সামাজিক সুরক্ষা যোজনাঃ অসংগঠিত ক্ষেত্রের ২.৭৬ লক্ষ শ্রমিককে এই প্রকল্পের আওতায় আনা হয়েছে।

খেলাধুলাঃ ১৭৫টি মাল্টি জিম, পাঁচটি মিনি ইন্ডোর স্টেডিয়াম তৈরী হয়েছে। ২০১৭ সালে অনুর্দ্ধ ১৭ ফিফা বিশ্ব কাপের জন্য বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনকে সংস্কার করা হয়েছে।