সাম্প্রতিক খবর

জুন ২২, ২০১৮

জাতীয় পুরস্কার পেল ‘‌পথদিশা’‌ ও ‘‌গতিধারা’‌

জাতীয় পুরস্কার পেল ‘‌পথদিশা’‌ ও ‘‌গতিধারা’‌

‘‌স্কচ স্মার্ট গভর্ন্যান্স অর্ডার অফ মেরিট অ্যাওয়ার্ড’‌ পেল ‘‌পথদিশা’‌ ও ‘‌গতিধারা’‌ প্রকল্প। রাজ্যের পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী সোমবার এ কথা জানান।

গতকাল দিল্লিতে ছিল পুরস্কার বিতরণী অনুষ্ঠান, পরিবহণ দপ্তরের আধিকারিকেরা এই পুরস্কার নেন.

বেকার যুবক–‌যুবতীদের স্বনির্ভর করার প্রকল্প ‘‌গতিধারা’‌। গাড়ি কেনার ক্ষেত্রে রাজ্য সরকার এক লক্ষ টাকা পর্যন্ত ভর্তুকি দিচ্ছে। এই প্রকল্পটি অত্যন্ত জনপ্রিয়। বহু কর্মহীন তরুণ–‌তরুণী এই প্রকল্পের আওতায় এসেছেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রকল্পটির উদ্বোধন করেছিলেন।

অন্য দিকে, পরিবহণ দপ্তর ‘‌পথদিশা’‌ নামে একটি মোবাইল অ্যাপ তৈরি করে। এই অ্যাপের মাধ্যমে বাসযাত্রীরা বাসের গতিবিধি জানতে পারছেন। এই দুটি ক্ষেত্রেই অভূতপূর্ব সাফল্য এসেছে। সে–‌কারণেই কেন্দ্র প্রকল্প দুটির জন্য পুরস্কৃত হচ্ছে রাজ্য সরকার। ‌‌

সৌজন্যে: আজকাল